Ajker Patrika

হরিণ শিকারি চক্রের তিনজনসহ আটক ৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৩: ২৭
হরিণ শিকারি চক্রের তিনজনসহ আটক ৪

সুন্দরবনের চিহ্নিত হরিণ শিকারি চক্রের তিন সদস্যসহ চারজনকে আটক করেছে বন বিভাগ। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন কার্যালয়ের বনকর্মীরা তাদের আটক করেন। যতীন্দ্রনগর ছোটভেটখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চক্রের প্রধান শ্যামনগর উপজেলার মীরগাঙ গ্রামের ইউনুস আলী (৪০), হরিনগর গ্রামের আবদুল মাজেদ সানা (৪০), যতীন্দ্রনগর গ্রামের মো. ইদ্রিস আলী (৫০) ও একই গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডল। এঁদের মধ্যে রবীন্দ্রনাথ মন্ডল পেশায় একজন পল্লি চিকিৎসক। দুর্ভাগ্যক্রমে তিনি ফেঁসে গেছেন বলে দাবি পরিবারের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন বিভাগের সদস্যরা টহল দেওয়ার সময় সুন্দরবন বাজার এলাকায় একটি মোটরসাইকেল দাঁড় করায়। এ সময় বন বিভাগের সদস্যদের দেখে চালককে ফেলে দুই আরোহী দৌড়ে পালানোর চেষ্টা করে। বন বিভাগের সদস্যরা ওই দুজনকে আটক করে। এ সময় তাঁদের কাছে থাকা প্রায় ২২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

আটক রবীন্দ্রনাথের বোন মঞ্জুরি রানী বিশ্বাস বলেন, ‘বিজিবিতে কর্মরত ভাইকে এগিয়ে আনতে গিয়েছিলেন তিনি। পথিমধ্যে দুই ব্যক্তিকে কিছুটা পথ এগিয়ে দেওয়ার অনুরোধ রাখতে গিয়ে তিনি ফেঁসে গেছেন।’

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, ‘ইউনুস আলীসহ এই চক্রটি দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত