Ajker Patrika

হাতিয়ায় রেজিস্ট্রেশন ছাড়াই দেওয়া হচ্ছে গণটিকা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭: ০৬
হাতিয়ায় রেজিস্ট্রেশন ছাড়াই দেওয়া হচ্ছে গণটিকা

নোয়াখালীর হাতিয়ায় রেজিস্ট্রেশন ছাড়াই ১৮ বছরের বেশি বয়সী সবার জন্য গণটিকার ব্যবস্থা করা হয়েছে। টিকা গ্রহণ ছাড়া কাউকে সরকারি কোনো সেবা দেওয়া হবে না। যাদের জাতীয় পরিচয়পত্র হয়নি, তারা শুধু জন্মনিবন্ধন কার্ড দেখিয়েই এই টিকা দিতে পারছে। গতকাল শনিবার শুরু হওয়া এই কার্যক্রম চলবে আজও (রোববার)। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় হাতিয়া পৌরসভার পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দেওয়া হয় গণটিকা। ১৮ বছরের বেশি সবাইকে রেজিস্ট্রেশন ছাড়াই এই গণটিকা দেওয়া হচ্ছে। গত শুক্রবার ও গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ বিষয়ে মাইকিং করা হয়।

গণটিকার ব্যাপারে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জাফরুল আমিন জানান, ১৮ বছর বয়সের অনেকে এখনো জাতীয় পরিচয়পত্র পায়নি। তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা শুধু জন্মনিবন্ধন কার্ড নিয়ে এলে করোনার টিকা দিতে পারবে। অধিক সংখ্যক লোককে টিকার আওতায় আনতে সরকার এই ব্যবস্থা নিয়েছে। গতকালের মতো আজ রোববারও নির্ধারিত টিকা কেন্দ্রে এসে এই টিকা নেওয়া যাবে। তবে বয়স্ক কোনো লোকের জাতীয় পরিচয়পত্র না থাকলে শুধু জন্মনিবন্ধন থাকলে তিনিও দিতে পারবেন করোনার টিকা।

হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মাইন উদ্দিন জানান, গত ৭ ফেব্রুয়ারি থেকে হাতিয়া উপজেলায় শুরু হয় টিকার কার্যক্রম। ৩ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধাপে ১ লাখ ৩০ হাজার ৭৪৮ জনকে প্রথম ডোজ ও ৫৭ হাজার ৪৬৬ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়। এ জন্য বিভিন্ন সময় ইউনিয়নভিত্তিক গণটিকা কার্যক্রমের আয়োজন করা হয়। তবে এখন কমিউনিটি ক্লিনিক থেকেও টিকার কার্যক্রম চালানো হচ্ছে।

হাতিয়ায় করোনার ফোকাল পারসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন বলেন, করোনা মহামারির প্রথম থেকে এই পর্যন্ত হাতিয়ায় ১ হাজার ৯৯৮টি নমুনা পরীক্ষা করে ৩০১ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে চারজনের। তবে গত দেড় মাসে হাতিয়ায় কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত