আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: আমার সন্তানের বয়স সাড়ে তিন বছর। ডায়রিয়া ও পেটে ব্যথার সমস্যা হচ্ছে। ওকে কতটুকু স্যালাইন দেওয়া যাবে?
লিনা আক্তার, নারায়ণগঞ্জ
দুই বছরের বেশি বয়সীদের প্রতিবার পাতলা পায়খানার পর ২০ থেকে ৪০ চামচ এবং বমি হলে ১০ মিনিট অপেক্ষার পর আবার স্যালাইন খাওয়াতে হবে। সব বয়সের জন্য স্যালাইন বানানোর নিয়ম একই। বয়স কম বলে আধা প্যাকেট বা কম পানিতে গুলিয়ে স্যালাইন বানানো যাবে না। এই স্যালাইন বানানোর ভুলের জন্য অনেক শিশুর জটিলতা বাড়ে। শিশুকে স্বাভাবিক খাবার খাওয়ান। সঙ্গে ভাতের মাড়, ডাবের পানি, চিড়ার পানি ইত্যাদি খাওয়ান।
ডা. নূরজাহান বেগম স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
প্রশ্ন: আমার মেয়ে সবে ডেঙ্গু থেকে সেরে উঠেছে। চিকিৎসা ঘরেই হয়েছে। খুবই দুর্বল। ১০ বছর বয়স তার। মুখে একদমই রুচি নেই। ভারী খাবার একদমই খেতে পারছে না। পুষ্টিকর ও মুখরোচক কয়েকটি খাবারের পরামর্শ দেওয়া যায়?
ফেরদৌস আরা, পরশুরাম, ফেনী
ডেঙ্গুসহ যেকোনো জ্বরের পরে খাওয়ার রুচি কিছুটা কমে যায়। এ ক্ষেত্রে জিংক, ভিটামিন বি ও এল লাইসিন অ্যামিনো অ্যাসিডসমৃদ্ধ খাবার খুব কার্যকরী।
দুধ, পনির, দুধের তৈরি খাবার, ডিম, মুরগির মাংস, চিংড়ি, বাদাম, শিম, মটরশুঁটি, লেবু, তেঁতুল এ খাবারগুলো জিংক এবং এল লাইসিন উভয় উপাদানে সমৃদ্ধ। এগুলো দিয়ে তৈরি খাবার খাওয়াতে পারেন। এগুলোতেও ভিটামিন বি পাওয়া যায়। এর সঙ্গে কিছু রসাল মিষ্টি ফল খাওয়ান, যেমন মাল্টা, কমলা, আনারস, পেঁপে, আঙুর ইত্যাদি।
খাবার কম মসলাযুক্ত হবে এবং নরম করে রান্না করবেন। এ ক্ষেত্রে সবচেয়ে উপযোগী খাবার হচ্ছে স্যুপ। স্যুপে সব ধরনের উপাদানই দেওয়া যায়। তাই মেয়েকে ঘন ঘন স্যুপ খাওয়ান, সঙ্গে রসাল মিষ্টি ফল। আশা করি ৩ থেকে ৪ দিনের মধ্যেই মুখের রুচি ফিরে আসবে এবং শারীরিক দুর্বলতা কমে যাবে।দুধের তৈরি খাবারে চিনি দিলে লাইসিনের কার্যকারিতা কিছুটা কমে যেতে পারে। তাই চিনি দেবেন না।
পুষ্টিবিদ মো. ইকবাল হোসেন, পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।
প্রশ্ন: প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। দাঁড়িয়ে হাঁচি দেওয়ার পর থেকে পিঠের নিচের অংশে টান পড়ে। ঠান্ডা সেঁক দিই। না কমায় কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে স্নান করি। সরষের তেল গরম করে মালিশ করা হয়েছে। কিন্তু সামান্য টান এখনো অনুভূত হয়। পরিত্রাণের উপায় কী?
বিল্লাল হোসেন, চুয়াডাঙ্গা
অনেক সময় আমরা হাঁচি বা কাশি দিলে কোমর বা পিঠের দিকে যে মাসল রয়েছে, তা পুল হয়। মাসল পুলিংয়ের ক্ষেত্রে বরফ সেঁক অনেক সময় ভালো কাজ করে। যেহেতু ঠান্ডা বা গরম সেঁক কোনোটাই কাজ করছে না, সে ক্ষেত্রে একটা এক্স-রে বা এমআরআই করাতে হবে। ব্যথার জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে। কিছু ব্যায়াম রয়েছে, সেগুলোও করা যেতে পারে। তবে আগে এক্স-রে ও এমআরআই করে তবেই চিকিৎসার প্রক্রিয়া শুরু করতে হবে।
উম্মে শায়লা রুমকী, যুক্তরাজ্যে রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট, পিটিআরসি
প্রশ্ন: আমার সন্তানের বয়স সাড়ে তিন বছর। ডায়রিয়া ও পেটে ব্যথার সমস্যা হচ্ছে। ওকে কতটুকু স্যালাইন দেওয়া যাবে?
লিনা আক্তার, নারায়ণগঞ্জ
দুই বছরের বেশি বয়সীদের প্রতিবার পাতলা পায়খানার পর ২০ থেকে ৪০ চামচ এবং বমি হলে ১০ মিনিট অপেক্ষার পর আবার স্যালাইন খাওয়াতে হবে। সব বয়সের জন্য স্যালাইন বানানোর নিয়ম একই। বয়স কম বলে আধা প্যাকেট বা কম পানিতে গুলিয়ে স্যালাইন বানানো যাবে না। এই স্যালাইন বানানোর ভুলের জন্য অনেক শিশুর জটিলতা বাড়ে। শিশুকে স্বাভাবিক খাবার খাওয়ান। সঙ্গে ভাতের মাড়, ডাবের পানি, চিড়ার পানি ইত্যাদি খাওয়ান।
ডা. নূরজাহান বেগম স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
প্রশ্ন: আমার মেয়ে সবে ডেঙ্গু থেকে সেরে উঠেছে। চিকিৎসা ঘরেই হয়েছে। খুবই দুর্বল। ১০ বছর বয়স তার। মুখে একদমই রুচি নেই। ভারী খাবার একদমই খেতে পারছে না। পুষ্টিকর ও মুখরোচক কয়েকটি খাবারের পরামর্শ দেওয়া যায়?
ফেরদৌস আরা, পরশুরাম, ফেনী
ডেঙ্গুসহ যেকোনো জ্বরের পরে খাওয়ার রুচি কিছুটা কমে যায়। এ ক্ষেত্রে জিংক, ভিটামিন বি ও এল লাইসিন অ্যামিনো অ্যাসিডসমৃদ্ধ খাবার খুব কার্যকরী।
দুধ, পনির, দুধের তৈরি খাবার, ডিম, মুরগির মাংস, চিংড়ি, বাদাম, শিম, মটরশুঁটি, লেবু, তেঁতুল এ খাবারগুলো জিংক এবং এল লাইসিন উভয় উপাদানে সমৃদ্ধ। এগুলো দিয়ে তৈরি খাবার খাওয়াতে পারেন। এগুলোতেও ভিটামিন বি পাওয়া যায়। এর সঙ্গে কিছু রসাল মিষ্টি ফল খাওয়ান, যেমন মাল্টা, কমলা, আনারস, পেঁপে, আঙুর ইত্যাদি।
খাবার কম মসলাযুক্ত হবে এবং নরম করে রান্না করবেন। এ ক্ষেত্রে সবচেয়ে উপযোগী খাবার হচ্ছে স্যুপ। স্যুপে সব ধরনের উপাদানই দেওয়া যায়। তাই মেয়েকে ঘন ঘন স্যুপ খাওয়ান, সঙ্গে রসাল মিষ্টি ফল। আশা করি ৩ থেকে ৪ দিনের মধ্যেই মুখের রুচি ফিরে আসবে এবং শারীরিক দুর্বলতা কমে যাবে।দুধের তৈরি খাবারে চিনি দিলে লাইসিনের কার্যকারিতা কিছুটা কমে যেতে পারে। তাই চিনি দেবেন না।
পুষ্টিবিদ মো. ইকবাল হোসেন, পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।
প্রশ্ন: প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। দাঁড়িয়ে হাঁচি দেওয়ার পর থেকে পিঠের নিচের অংশে টান পড়ে। ঠান্ডা সেঁক দিই। না কমায় কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে স্নান করি। সরষের তেল গরম করে মালিশ করা হয়েছে। কিন্তু সামান্য টান এখনো অনুভূত হয়। পরিত্রাণের উপায় কী?
বিল্লাল হোসেন, চুয়াডাঙ্গা
অনেক সময় আমরা হাঁচি বা কাশি দিলে কোমর বা পিঠের দিকে যে মাসল রয়েছে, তা পুল হয়। মাসল পুলিংয়ের ক্ষেত্রে বরফ সেঁক অনেক সময় ভালো কাজ করে। যেহেতু ঠান্ডা বা গরম সেঁক কোনোটাই কাজ করছে না, সে ক্ষেত্রে একটা এক্স-রে বা এমআরআই করাতে হবে। ব্যথার জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে। কিছু ব্যায়াম রয়েছে, সেগুলোও করা যেতে পারে। তবে আগে এক্স-রে ও এমআরআই করে তবেই চিকিৎসার প্রক্রিয়া শুরু করতে হবে।
উম্মে শায়লা রুমকী, যুক্তরাজ্যে রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট, পিটিআরসি
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪