Ajker Patrika

কপোতাক্ষের জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫: ১৯
Thumbnail image

শালতা ও কপোতাক্ষ নদের জলাবদ্ধতা নিরসনে অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছে রিভার বেসিন পানি কমিটি ও তালা উপজেলা পানি কমিটি।

গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাসের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো: ১) কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প দ্বিতীয় পর্যায় প্রকল্প বাস্তবায়নে ডিজাইন অনুযায়ী নদী খনন করা। ২) কপোতাক্ষ নদটি দ্রুত পলি ভরাট হয়ে পুনরায় মৃত্যুমুখে পতিত হচ্ছে। এ কারণে সংস্কার পূর্বক অতি দ্রুত টিআরএম চালু করা। ৩) গুরুত্ব দিয়ে সরকারের অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা নীতিমালার আলোকে এ প্রকল্পের আওতায় দাবিদার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া। ৪) অতি দ্রুত টিআরএমকে যুক্ত করে পশ্চিম শালতা নদীর ২য় পর্যায় বাস্তবায়ন করা।

এ সময় উপস্থিত ছিলেন কপোতাক্ষ রিভার বেসিন পানি কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম, তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু শালতা রিভার বেসিন পানি কমিটি সভাপতি সরদার ইমান আলি কপোতাক্ষ রিভার বেসিন পানি কমিটি সম্পাদক মো. রেজাউল করিম তালা উপজেলা পানি কমিটি সম্পাদক মীর জিল্লুর রহমান কপোতাক্ষ রিভার বেসিন পানি কমিটি প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার।

উল্লেখ্য, কপোতাক্ষ-শালতার প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পটির প্রথম পর্যায়ের’ কার্যক্রম ২০১৭ সালের জুন মাসে সমাপ্ত হয়।

প্রকল্পটিকে টেকসই করার লক্ষ্যে সরকার ২০২০ সালের ১৮ আগস্ট একনেক সভায় আবারও ২য় পর্যায়ের অনুমোদন দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত