Ajker Patrika

পানিবন্দী দেড় হাজার পরিবার

ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগর প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২২, ১৬: ২৫
পানিবন্দী দেড় হাজার পরিবার

তিন দিন ধরে উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর সদর, বুড়িশ্বর, ভলাকূট, কুণ্ডা, গোয়ালনগর, গোকর্ণ ও পূর্বভাগ, চাপরতলাসহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে করে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে পরিবারগুলো।

বাড়ির উঠোন ও চারপাশে পানি ওঠায় চুলা, শৌচাগার ও নলকূপ তলিয়ে গেছে। এতে করে বিশুদ্ধ খাবার পানি ও নিরাপদ খাদ্যের সংকটে পড়েছে দুর্গত পরিবারগুলো। গ্রামের বিভিন্ন সড়কও তলিয়ে গেছে। এ ছাড়া বিদ্যালয়ের আঙিনায় পানি ওঠায় ২৫টি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে ভলাকূট ইউনিয়নের ভলাকূট গ্রামের পশ্চিমপাড়ায় গিয়ে দেখা গেছে, অর্ধশত পরিবার পানিবন্দী হয়ে আছে। বাড়ির ভেতরে পানি না ঢুকলেও উঠানে পানি উঠেছে। নিম্নাঞ্চলের বাড়িগুলোর রান্নাঘর, নলকূপ ও শৌচাগারে পানি ঢুকেছে।

মারফত আলী নামে এক ব্যক্তি বলেন, তাঁর বাড়ির চারপাশে পানি জমেছে। ঘর থেকে বেরও হতে পারছেন না। পরিবার নিয়ে তিন দিন ধরে বন্দিদশায় আছেন। কেউ কোনো সহায়তা নিয়ে আসেনি তাঁর বাড়িতে। ঘরে যা খাবার আছে, তাও পর্যাপ্ত নয়।’

আরেক পানিবন্দী সায়েরা বেগম বলেন, ‘বাড়ি থেকে যেদিকেই চোখ যায়, সেদিকেই শুধু পানি। হাট-বাজারের জন্যও ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। চুলায় আগুন জ্বলছে না। টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় দূর থেকে পানি এনে খেতে হচ্ছে।’

এদিকে, উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতেও পানি উঠেছে। উপকারভোগীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া পানি ওঠার কারণে উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোনাব্বর হোসেন বলেন, ‘প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের জন্য ৩৩ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। দ্রুত এগুলো দুর্গতদের কাছে সরবরাহ করা হবে। এ ছাড়া দুর্গতদের মধ্যে শুকনো খাবার বিতরণের জন্য ৪ লাখ ৬৮ হাজার ২৫০ টাকা বরাদ্দ পেয়েছি। আমরা নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি। মনিটরিং টিম গঠন এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ ছাড়া পানি ওঠার কারণে উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সাময়িক স্থগিতকরা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত