Ajker Patrika

নির্বাচনে হেরেছেন আগের সব চেয়ারম্যান মেম্বার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৫: ২৪
নির্বাচনে হেরেছেন আগের  সব চেয়ারম্যান মেম্বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও ১২ ইউপি সদস্যের মধ্যে ১২ জনই হেরে গেছেন। এক জন বাদে সবার ভরাডুবিতে কয়েক দিন ধরে উপজেলায় আলোচনা-সমালোচনা হচ্ছে।

জানা গেছে, দহগ্রাম ইউপির নির্বাচনে চলমান দায়িত্বে থাকা চেয়ারম্যানসহ ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। ৫ম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী ওই ইউপির নির্বাচনে বর্তমান চেয়ারম্যানসহ চেয়ারম্যান পদে প্রার্থী হয় ৬ জন। সংরক্ষিত নারী আসনে চলমান দায়িত্বে থাকা ৩ জনসহ প্রার্থী হয় ১৪ জন। সাধারণ সদস্য পদে চলমান দায়িত্বে থাকা ৯ জনসহ প্রার্থী হয় ৩৬ জন।

গত ৫ জানুয়ারি হওয়া ভোটে চলমান দায়িত্বে থাকা ১৩ জনের ১২ জনই হেরে গেছেন। সংরক্ষিত ৪,৫, ৬ নম্বর ওয়ার্ডে চলমান দায়িত্বরত রুনা লায়লা বিজয়ী হন। তা ছাড়া সংরক্ষিত আসনের ৩ জনের মধ্যে ২ জন ও চলতি দায়িত্বে ৯ জন সাধারণ ইউপি সদস্যের মধ্যে ৯ জনরই ভরাডুবি ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার বলেন, দহগ্রাম ইউপির কৃষকেরা গৃহপালিত গরু বিক্রি করা নিয়ে হেরে যাওয়া সদস্যদের কাছে চরম হয়রানির শিকার হন। চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ ইউপি সদস্যদের কাছে থেকে গরু বিক্রির অনুমতি টোকেন নিতে হয়। এরপর ইউনিয়ন পরিষদ থেকে পশু বিক্রির সনদপত্র সংগ্রহ পূর্বক ভারতীয় তিনবিঘা করিডর মূল ফটক ব্যবহার করে বাংলাদেশের মূল ভূখণ্ডে তথা পাটগ্রাম উপজেলার হাট-বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হয়। কিন্তু চেয়ারম্যান, নারী সদস্য ও সাধারণ সদস্যরা সেই টোকেন সাধারণ মানুষ বা ভোটারদের দিত কম। বেশির ভাগ টোকেন চড়াদামে চোরাকারবারিদের কাছে বিক্রি করার কারণে ভোটারেরা অতিষ্ঠ হয়ে ওই সব ইউপি সদস্যদের ভোট দেয়নি। এ জন্য সবার ভরাডুবি হয়েছে।

নতুন বিজয়ী হয়েছেন চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিব। সংরক্ষিত নারী আসনে বিজয়ী ১,২, ৩ নম্বর ওয়ার্ডে ময়না বেগম। ৭,৮, ৯ নম্বর ওয়ার্ডে আমেনা বেগম। সাধারণ ইউপি সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে ফরিদুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে রফিজুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে মইনুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে ইউনুস আলী, ৭ নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানী, ৮ নম্বর ওয়ার্ডে সৈয়দ বাবুল প্রধান ও ৯ নম্বর ওয়ার্ডে হানিফ আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত