Ajker Patrika

সেন্ট মার্টিন সফর করলেন চার দেশের রাষ্ট্রদূত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৮: ৩৬
সেন্ট মার্টিন সফর করলেন চার দেশের রাষ্ট্রদূত

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে গত সোমবার চার দেশের রাষ্ট্রদূতসহ ১২ জনের একটি প্রতিনিধিদল সফর করেছে। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা টেকনাফ স্থল বন্দর থেকে কোস্টগার্ডের স্পিডবোটে (মেটাল সার্ক) সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছালে তাঁদের অভ্যর্থনা জানান সেন্ট মার্টিন দ্বীপের কোস্টগার্ডের ইনচার্জ লে. কমান্ডার তারেক, নৌবাহিনীর ইনচার্জ লে. সাইফুল, পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল, ইউপি চেয়ারম্যান নুর আহমদ।

প্রতিনিধিদলে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রু ও জাপানের রাষ্ট্রদূত ইতো নোয়াকি প্রমুখ।

তাঁরা সেন্ট মার্টিন দ্বীপে অবস্থিত হুমায়ুন আহমদের রিসোর্ট সমুদ্র বিলাস পরিদর্শন করেন এবং বাংলাদেশ নৌবাহিনীর রিসোর্ট কোরাল ভিউতে জলবায়ু পরিবর্তন নিয়ে জরুরি বৈঠক করেন।

প্রতিনিধিদলটি বিকেলে সেন্ট মার্টিন ত্যাগ করে। পরে তাঁরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চার দেশের রাষ্ট্রদূত সেন্টমার্টিন দ্বীপ সফর করেছেন। নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করে সন্ধ্যার দিকে তাঁরা টেকনাফ ত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত