Ajker Patrika

পোলিং কর্মকর্তা নিয়োগে অনিয়ম সংশোধন হচ্ছে

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯: ৪১
পোলিং কর্মকর্তা নিয়োগে অনিয়ম সংশোধন হচ্ছে

পীরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট নেওয়ার জন্য প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগে হওয়া অনিয়ম সংশোধন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় গতকাল রোববার তাঁর কার্যালয়ে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করেন।

অভিযোগ অনুযায়ী, আগামী ১১ নভেম্বরের নির্বাচন উপলক্ষে উপজেলার শানেরহাট ও পাঁচগাছিতে মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী দপ্তরি ও ঝাড়ুদারকে পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ইউএনও বিরোদা গতকাল তাঁর কার্যালয়ে ওই ইউপি নির্বাচন দুটির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আলতাফ হোসেনকে নথিপত্রসহ তলব করেন। পরে পোলিং কর্মকর্তা নিয়োগে অনিয়ম হওয়ায় তা সংশোধন করার নির্দেশ দেন।

ইউএনও বিরোদা বলেন, ‘ওই দুটি ইউনিয়নের নির্বাচনে দায়িত্ব পালনে যে অনিয়ম হয়েছে তা সংশোধন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত