Ajker Patrika

তাড়াশে চাল সংগ্রহের লক্ষ্য পূরণ, ধান নিয়ে অনিশ্চয়তা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১২: ২৫
Thumbnail image

বোরো মৌসুমে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর ২২ দিন পর শেষ হবে ধান সংগ্রহের অভিযান। এদিকে গত ১ মাসে ২ হাজার ৯৭৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র ৫১৩ টন।

জানা গেছে, সরকার নির্ধারিত দামের চেয়ে হাট-বাজারে ধানের দাম বেশি হওয়ায় কৃষকেরা সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে অনীহা দেখাচ্ছেন। তবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ইতিমধ্যে অর্জিত হয়েছে।

উপজেলা সরকারি খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, ২০২২ সালে বোরো মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৯৭৫ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অপর দিকে একই সময়ে স্থানীয় ১৩ জন মিলারের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ৩৬৭ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গত ৬ জুলাই ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়।

সে অনুযায়ী উপজেলা সরকারি খাদ্যগুদামে চলতি বছরের ৬ জুলাই ধান-চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আজিজ।

যা চলতি মাসের ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। আর ধান সংগ্রহ শুরু হওয়ার পর গত ৩৩ দিনে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়েছে ৫১৩ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজর ৪৬২ মেট্রিক টন কম। অপর দিকে নির্ধারিত সময়ের আগেই ১৩ জন মিলারের কাছ থেকে লক্ষ্যমাত্রার ৩৬৭ মেট্রিক টন চাল সংগ্রহ করে লক্ষ্যমাত্রা পূরণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলার সদর ইউনিয়নের কোহিত গ্রামের কৃষক আহম্মেদ আলী বলেন, ‘সরকার নির্ধারিত দামের চেয়ে হাট-বাজারে ধানের দাম বেশি। তাই খাদ্যগুদামে কৃষকেরা ধান দিচ্ছে না। বাজারদরে খাদ্যগুদাম ধান কিনলে কৃষক ধানের ন্যায্যমূল্য পেত। আর তখন খাদ্যগুদামে ধানও দিত।’

এ বিষয়ে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাওছার রহমান আজকের পত্রিকাকে জানান, সরকারি দামের চেয়ে বর্তমানে স্থানীয় হাট-বাজারে ধানের দাম বেশি। এ কারণে স্থানীয় কৃষকেরা সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করছেন না। গত এক মাসের অধিক সময়ে সরকারি এ খাদ্যগুদামে ধান সংগ্রহ হয়েছে ৫১৩ মেট্রিক টন। বাকি সময়ে আরও কিছু ধান সংগ্রহ হতে পারে। তবে চলতি বছর চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত