Ajker Patrika

অনেকেই নেগেটিভিটিকে ক্যাশ করে ওপরে উঠছে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেকেই নেগেটিভিটিকে ক্যাশ করে ওপরে উঠছে

কয়েক বছর ধরে শিল্পীদের কাজের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই আলোচনা হচ্ছে বেশি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সুবাদে এই প্রবণতা বেড়েছে অনেক। সংবাদমাধ্যমগুলোও ঢালাও করে প্রচার করছে সেসব খবর। এসব নিয়ে সমালোচনাও হচ্ছে অনেক। কেউ কেউ মনে করছেন শিল্পীদের এসব ব্যক্তিগত আলোচনার কারণে নষ্ট হচ্ছে ইন্ডাস্ট্রির ইমেজ। সম্প্রতি এক অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন চিত্রনায়িকা দিলার হানিফ পূর্ণিমা। অভিনেত্রী মনে করেন, অনেক অভিনয়শিল্পী ওপরে ওঠার জন্য ইচ্ছা করেই নেতিবাচক সংবাদ প্রচার করছেন।

সম্প্রতি ঢাকার একটি রেস্তোরাঁ উদ্বোধন করতে গিয়ে পূর্ণিমা বলেন, ‘আমরা যখন কাজ করেছি তখন আমাদের কাজ নিয়েই কথা হয়েছে। আর ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগত রাখার চেষ্টা করতাম। আমরা খুব ভয়ে থাকতাম যে, কোনো সিনিয়র সাংবাদিক এই না বুঝি লিখে ফেলে, পেপারে না নিউজ চলে আসে। ভয়ে থাকতাম একটা (নেগেটিভ) লেখা যদি বের হয়ে আসে। আমরা নেগেটিভিটিকে অনেক ভয় পেতাম। এখন চিত্র পাল্টে গেছে। অনেকেই নেগেটিভিটিকে ক্যাশ করে ওপরে উঠছে।’

পূর্ণিমা এখন আর নিয়মিত সিনেমায় অভিনয় করছেন না। এ বিষয়ে জনপ্রিয় এই চিত্রনায়িকা বলেন, ‘আমার বয়স ও অবস্থান অনুযায়ী আমি যে ধরনের চরিত্রে অভিনয় করতে চাই, বর্তমানে বড় পর্দায় যে সিনেমাগুলো হচ্ছে সেখানে তেমন চরিত্রে অভিনয়ের অফার আসছে না। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে চাইলেই যেকোনো চরিত্রে অভিনয় করতে পারি না। আমি যে ধরনের চরিত্র চাই তা পাচ্ছি না বলেই কাজ কম করছি। ওটিটির কাজে অনেক অফার পাই। তবে চরিত্রগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছি না।’ 

মুক্তির অপেক্ষায় আছে পূর্ণিমা অভিনীত ‘আহারে জীবন’ সিনেমাটি। সরকারি অনুদানে এটি বানিয়েছেন ছটকু আহমেদ। এতে তাঁর বিপরীতে আছেন ফেরদৌস আহমেদ। এ ছাড়া নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও দেখা যায় পূর্ণিমাকে। আগামীকাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের সঞ্চালনা করবেন তিনি। এখানেও পূর্ণিমার সঙ্গে দেখা যাবে ফেরদৌসকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত