Ajker Patrika

শুটিং শুরু করছেন মৌসুমী

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১১: ২৩
শুটিং শুরু করছেন মৌসুমী

গত বছরের অক্টোবরে মির্জা সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় ‘ভাঙ্গন’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন মৌসুমী। এর পরই মেয়ে ফাইজাহকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখান থেকে ফিরেছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাজ নিয়ে। রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় ছুটে গেছেন শীতবস্ত্র নিয়ে। ১ হাজারেরও বেশি শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছেন। এ কাজে মৌসুমীর সঙ্গে ছিলেন তাঁর ছেলে ফারদিনসহ ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা। ফাউন্ডেশনের কাজ গুছিয়ে এবার মৌসুমী মনোযোগ দিচ্ছেন অভিনয়ে, চলচ্চিত্রের কাজে।

২৪ জানুয়ারি থেকেই অভিনয়ে ফিরছেন তিনি। শিডিউল দিয়েছেন ‘ভাঙ্গন’ সিনেমার শেষ লটের শুটিংয়ে। অনুদানের এই সিনেমার কাজ শেষ করে জাহিদ হোসেনের পরিচালনায় ‘ফু’ নামের আরেকটি সিনেমার কাজ শুরু করবেন। টানা শুটিং শেষ করে আবার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে মৌসুমীর।

এদিকে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন মৌসুমী। সময় দিচ্ছেন নির্বাচনী কাজেও। মৌসুমীর প্রত্যাশা, শিল্পীরা সবাই নিজেদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করবেন।

মৌসুমী বলেন, ‘শিল্পীরা নিজেদের পছন্দের আর যোগ্য নেতৃত্ব খুঁজে নেবেন, এটাই প্রত্যাশা। চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে সব ধরনের কাজেই পাশে থাকতে চাই আমি।’

নতুন সিনেমা নিয়ে মৌসুমী বলেন, ‘ভাসমান মানুষের জীবনের গল্প নিয়ে “ভাঙ্গন” সিনেমার গল্প। তাঁদের জীবনেও আছে প্রেম, আছে দুঃখ, কষ্ট আর হাসি আনন্দের ভাগাভাগি। এই সিনেমার কাজ করতে গিয়ে মনে হয়েছে, আমিও তাঁদেরই মতো একজন মানুষ, একজন নারী। জীবনটাকে অন্যরকমভাবে উপলব্ধি করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত