Ajker Patrika

প্লাস্টিকের বস্তা ব্যবহার, জরিমানা দুই ব্যবসায়ীকে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২৩: ৩৭
প্লাস্টিকের বস্তা ব্যবহার, জরিমানা দুই ব্যবসায়ীকে

বগুড়ার আদমদীঘিতে সরকার নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার কলা বাগান এলাকায় মেসার্স রহমান অ্যান্ড সন্সকে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৩০ হাজার টাকা ও বৈশাখী অটো রাইস মিলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে শ্রাবণী রায় বলেন, বগুড়া পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সোহেল রানা ও পাট উন্নয়ন সহকারী রফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন ভঙ্গের অপরাধে এ জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত