এহসান বিন মুজাহির
মানুষের সামগ্রিক কল্যাণে মহান আল্লাহ তাআলা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি পরিবার, সমাজ ও দেশের সর্বস্তরে শান্তি, কল্যাণ ও নিরাপত্তা প্রতিষ্ঠা করে গেছেন। পুরুষের অধিকারের পাশাপাশি নারীর অধিকারের বিষয়টিও সুস্পষ্ট করেছেন। ইসলাম নারীর মানবিক মর্যাদার স্বীকৃতি দিয়েছে। মানবতার নবী হজরত মুহাম্মদ (সা.) নারী জাতির অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।
জাহেলি যুগের আরব সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। তাদের গণ্য করা হতো ভোগের বস্তু হিসেবে। নারী ছিল কবিতার আসর আর মদের আড্ডার বিশেষ অনুষঙ্গ।
জীবন ও সমাজে তাদের বড় জোর স্বামী বা মনিবের মনোরঞ্জনের উপকরণের বেশি কিছু মনে করা হতো না। নারীকে পরিবার, সমাজ ও বংশের জন্য অসম্মান ও অভিশাপ মনে করা হতো। এমনকি সামাজিক লজ্জার ভয়ে নারীকে জীবন্ত কবরও দেওয়া হতো।
মহানবী (সা.) এসব কুপ্রথা বাতিল করেন। নারীর সম্পদের মালিক হওয়ার অধিকার প্রতিষ্ঠা করেন। উত্তরাধিকার নিশ্চিত করেন। একজন মা, স্ত্রী, কন্যা ও বোন হিসেবে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেন। মায়ের মর্যাদা উচ্চকিত করেন। স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যগুলো জানিয়ে দেন। কীভাবে নারীদের সঙ্গে আচরণ করতে হয়, তাদের সম্মান করতে হয়, তা হাতে-কলমে সাহাবিদের শিখিয়ে দেন।
কন্যাসন্তানকে অশুভ মনে করা দূরের কথা, বরং তাদের সৌভাগ্যের প্রতীক ঘোষণা দেন তিনি। এরশাদ হচ্ছে, ‘যার তিনটি কন্যাসন্তান আছে, যাদের সে লালন-পালন করে এবং সদয় আচরণ করে, তার জন্য অবশ্যই জান্নাত ওয়াজিব।’ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ‘হে আল্লাহর রাসুল, যদি দুটি মেয়ে থাকে?’ নবীজি বললেন, ‘দুটি থাকলেও।’ (বুখারি: ২৪৮১)
নারী অধিকার প্রতিষ্ঠায় তাঁর আদর্শ আমাদের জন্য অনুকরণীয়।
লেখক: এহসান বিন মুজাহির, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
মানুষের সামগ্রিক কল্যাণে মহান আল্লাহ তাআলা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি পরিবার, সমাজ ও দেশের সর্বস্তরে শান্তি, কল্যাণ ও নিরাপত্তা প্রতিষ্ঠা করে গেছেন। পুরুষের অধিকারের পাশাপাশি নারীর অধিকারের বিষয়টিও সুস্পষ্ট করেছেন। ইসলাম নারীর মানবিক মর্যাদার স্বীকৃতি দিয়েছে। মানবতার নবী হজরত মুহাম্মদ (সা.) নারী জাতির অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।
জাহেলি যুগের আরব সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। তাদের গণ্য করা হতো ভোগের বস্তু হিসেবে। নারী ছিল কবিতার আসর আর মদের আড্ডার বিশেষ অনুষঙ্গ।
জীবন ও সমাজে তাদের বড় জোর স্বামী বা মনিবের মনোরঞ্জনের উপকরণের বেশি কিছু মনে করা হতো না। নারীকে পরিবার, সমাজ ও বংশের জন্য অসম্মান ও অভিশাপ মনে করা হতো। এমনকি সামাজিক লজ্জার ভয়ে নারীকে জীবন্ত কবরও দেওয়া হতো।
মহানবী (সা.) এসব কুপ্রথা বাতিল করেন। নারীর সম্পদের মালিক হওয়ার অধিকার প্রতিষ্ঠা করেন। উত্তরাধিকার নিশ্চিত করেন। একজন মা, স্ত্রী, কন্যা ও বোন হিসেবে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেন। মায়ের মর্যাদা উচ্চকিত করেন। স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যগুলো জানিয়ে দেন। কীভাবে নারীদের সঙ্গে আচরণ করতে হয়, তাদের সম্মান করতে হয়, তা হাতে-কলমে সাহাবিদের শিখিয়ে দেন।
কন্যাসন্তানকে অশুভ মনে করা দূরের কথা, বরং তাদের সৌভাগ্যের প্রতীক ঘোষণা দেন তিনি। এরশাদ হচ্ছে, ‘যার তিনটি কন্যাসন্তান আছে, যাদের সে লালন-পালন করে এবং সদয় আচরণ করে, তার জন্য অবশ্যই জান্নাত ওয়াজিব।’ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ‘হে আল্লাহর রাসুল, যদি দুটি মেয়ে থাকে?’ নবীজি বললেন, ‘দুটি থাকলেও।’ (বুখারি: ২৪৮১)
নারী অধিকার প্রতিষ্ঠায় তাঁর আদর্শ আমাদের জন্য অনুকরণীয়।
লেখক: এহসান বিন মুজাহির, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫