Ajker Patrika

প্রহেলিকার গল্প বললেন মাহফুজ-বুবলী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

প্রহেলিকা সিনেমার মনা চরিত্রে অভিনয়ের জন্য প্রায় আড়াই বছরের প্রস্তুতি নিয়েছেন মাহফুজ আহমেদ। একসময় নির্মাতা ধরেই নিয়েছিলেন মাহফুজ হয়তো সিনেমাটা করবেন না। কিন্তু নিজেকে পুরোপুরি প্রস্তুত করে পরিচালককে বলেছেন, ‘আমি প্রস্তুত শুটিংয়ের জন্য’। অন্যদিকে সিনেমার গল্প শুনেই অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন বুবলী। শুটিংয়ের কদিন আগেও জানতেন না তাঁর বিপরীতে অভিনয় করছেন কে। যখন জানলেন মাহফুজের নাম, আনন্দে ভরে উঠেছিল মন। যাঁর অভিনয় দেখে বেড়ে ওঠা, যাঁর অভিনয়ের মুগ্ধভক্ত, তাঁর সঙ্গেই সিনেমায় অভিনয় করবেন ভেবে। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাহফুজ ও বুবলী।

আসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে মাহফুজ আহমেদ ও বুবলী অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। সিনেমার মুক্তি উপলক্ষেই আয়োজন করা হয়েছিল গতকালের সংবাদ সম্মেলনটি। উপস্থিত ছিলেন সিনেমার নায়ক, নায়িকা ও পরিচালক।

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘গল্প, নির্মাণশৈলী আর শিল্পীদের অভিনয় ভালো হলে সেই সিনেমা দর্শকের মনে দাগ কেটে যায়। প্রহেলিকা তেমনই একটি সিনেমা। তাই ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পেলেও প্রহেলিকার সাফল্যের ব্যাপারে আমাদের কোনো রকম শঙ্কা নেই। আমাদের বিশ্বাস, সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই দর্শকের মন জয় করে নিতে পারবে প্রহেলিকা।’

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায়ও আমার কাজের অভিজ্ঞতা আছে। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার জন্য প্রহেলিকার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। মনা এমন একটা চরিত্র, যে ধরনের চরিত্রে অভিনয়ের জন্য অভিনয়শিল্পীরা মুখিয়ে থাকেন।’
সিনেমার গল্প প্রসঙ্গে বুবলী বললেন, ‘প্রহেলিকা একটা প্রেমের গল্প, ভালোবাসার গল্প, পাওয়ার গল্প, না পাওয়ার গল্প। প্রহেলিকা মানুষের মনের ক্রোধ, ঘৃণা আর অতৃপ্তির গল্প। দীর্ঘ সময় পাশাপাশি থাকলেও মনের মানুষের নাগাল পাওয়া যায় না, আবার কাছে পেয়েও কাউকে কাউকে ধরে রাখা যায় না। এমনি নানা জটিল সমীকরণের গল্প নিয়ে তৈরি হয়েছে প্রহেলিকা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত