আজকের পত্রিকা ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বর্ষণ আর জোয়ারের পানিতে স্থবির হয়ে পড়েছে বরিশাল নগরের জনজীবন। অলিগলি, বাসাবাড়ি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সামনে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এ ছাড়া বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব জেলার গুরুত্বপূর্ণ নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: গতকাল রোববার দিনভর বরিশালে বৃষ্টিপাত হয়েছে ৫৭ মিলিমিটার। এর ওপর কীর্তনখোলার পানি নগরে ঢুকে পড়ায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত ৫ দিন ধরে কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এদিকে, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের চত্বর এখন পানির নিচে। বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক বলেন, ‘বৃষ্টি এবং জোয়ারের পানিতে বেতারের গোটা চত্বর প্রায়শই ডুবে যায়। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে কলাকুশলীদের।’ তিনি বলেন, ‘বিষয়টি প্রকৌশল বিভাগ দেখছে।’ গতকাল দিনভর বর্ষণে থমকে যায় নগরজীবন। কর্মস্থলে যাওয়া মানুষের কাজকর্মে ব্যাঘাত ঘটে। বৃষ্টি আর কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে কদিন ধরে তলিয়ে যাচ্ছে নগরের অধিকাংশ এলাকা।
এর মধ্যে অন্যতম জিয়ানগর, রূপাতলী হাউজিং, নবগ্রাম রোড, বগুড়া রোড, কালিবাড়ি, কলেজ রোড, সদর রোড, প্রেসক্লাব এলাকার আগুরপুর রোডসহ নদী তীরবর্তী বস্তি পলাশপুর, বালুর মাঠ। নবগ্রাম রোডের বাসিন্দা মো. রেজা বলেন, ‘নগরের অন্যতম এই সড়কটিতে জলাবদ্ধতা এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে উঠেছে।’
ভোলা: বঙ্গোপসাগরে লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ভোলা সদর ছাড়াও বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদী তীরবর্তী এলাকায় বেড়িবাঁধের বাইরে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জোয়ারের পানিতে বসতঘরের পাশাপাশি তলিয়ে গেছে রাস্তা ঘাট, ফসলি জমি। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা ফরিদ জানান, জোয়ারের পানি প্রবেশ করায় রাজাপুর ইউনিয়নের মেঘনা তীরবর্তী এলাকায় বাড়ির উঠান, বসতঘর ও রাস্তা ঘাট তলিয়ে গেছে। এতে পানিবন্দী অবস্থায় রয়েছে শত শত পরিবার।
পিরোজপুর: দিনব্যাপী বর্ষণ ও জোয়ারে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল ভোর ৫টা থেকে শুরু হওয়া বর্ষণে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নাঞ্চলে দেড় থেকে ২ ফুট পানি বেড়েছে। জেলা কৃষি অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টা জেলার সাত উপজেলায় ৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জোয়ারে জেলার অন্যতম নদী কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীতে দেড় থেকে দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে।
আমতলী (বরগুনা) : লঘুচাপের প্রভাবে অতিবর্ষণ ও পূর্ণিমার জোয়ারে উপকূলীয় অঞ্চল আমতলী ও তালতলীর চর এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমতলীর পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তলিয়ে গেছে পৌর শহরের বিভিন্ন সড়ক, আউশের ধান ও আমনের বীজতলা।
ঝালকাঠি: টানা বৃষ্টি ও বিপৎসীমার ওপর দিয়ে নদ-নদীর পানি প্রবাহিত হওয়ায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল দুপুর থেকে বৃষ্টি আর সুগন্ধা-বিষখালীসহ সব নদ-নদীতে অস্বাভাবিকভাবে পানি বেড়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশ পরিবার। রান্নাঘর তলিয়ে যাওয়া অনেক পরিবারে রান্নাও হয়নি। পানিতে তলিয়ে কৃষি-মৎস্যসহ কাঁচা ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।
পটুয়াখালী: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে প্রভাবে গতকাল দুপুরে উপকূলের নদ-নদী ও সাগরের পানি স্বাভাবিকের চেয়ে আরও ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রবলবেগে পানি ঢুকে পড়েছে লোকালয়ের। জোয়ারের পানি ঢুকে পড়েছে পটুয়াখালী পৌর শহরেও। নতুন বাজার, মহিলা কলেজ রোড, জুবিলি স্কুল রোড, পোস্ট অফিস রোড, হাসপাতাল রোড, নিউমার্কেট, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায়।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বর্ষণ আর জোয়ারের পানিতে স্থবির হয়ে পড়েছে বরিশাল নগরের জনজীবন। অলিগলি, বাসাবাড়ি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সামনে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এ ছাড়া বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব জেলার গুরুত্বপূর্ণ নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: গতকাল রোববার দিনভর বরিশালে বৃষ্টিপাত হয়েছে ৫৭ মিলিমিটার। এর ওপর কীর্তনখোলার পানি নগরে ঢুকে পড়ায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত ৫ দিন ধরে কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এদিকে, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের চত্বর এখন পানির নিচে। বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক বলেন, ‘বৃষ্টি এবং জোয়ারের পানিতে বেতারের গোটা চত্বর প্রায়শই ডুবে যায়। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে কলাকুশলীদের।’ তিনি বলেন, ‘বিষয়টি প্রকৌশল বিভাগ দেখছে।’ গতকাল দিনভর বর্ষণে থমকে যায় নগরজীবন। কর্মস্থলে যাওয়া মানুষের কাজকর্মে ব্যাঘাত ঘটে। বৃষ্টি আর কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে কদিন ধরে তলিয়ে যাচ্ছে নগরের অধিকাংশ এলাকা।
এর মধ্যে অন্যতম জিয়ানগর, রূপাতলী হাউজিং, নবগ্রাম রোড, বগুড়া রোড, কালিবাড়ি, কলেজ রোড, সদর রোড, প্রেসক্লাব এলাকার আগুরপুর রোডসহ নদী তীরবর্তী বস্তি পলাশপুর, বালুর মাঠ। নবগ্রাম রোডের বাসিন্দা মো. রেজা বলেন, ‘নগরের অন্যতম এই সড়কটিতে জলাবদ্ধতা এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে উঠেছে।’
ভোলা: বঙ্গোপসাগরে লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ভোলা সদর ছাড়াও বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদী তীরবর্তী এলাকায় বেড়িবাঁধের বাইরে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জোয়ারের পানিতে বসতঘরের পাশাপাশি তলিয়ে গেছে রাস্তা ঘাট, ফসলি জমি। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা ফরিদ জানান, জোয়ারের পানি প্রবেশ করায় রাজাপুর ইউনিয়নের মেঘনা তীরবর্তী এলাকায় বাড়ির উঠান, বসতঘর ও রাস্তা ঘাট তলিয়ে গেছে। এতে পানিবন্দী অবস্থায় রয়েছে শত শত পরিবার।
পিরোজপুর: দিনব্যাপী বর্ষণ ও জোয়ারে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল ভোর ৫টা থেকে শুরু হওয়া বর্ষণে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নাঞ্চলে দেড় থেকে ২ ফুট পানি বেড়েছে। জেলা কৃষি অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টা জেলার সাত উপজেলায় ৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জোয়ারে জেলার অন্যতম নদী কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীতে দেড় থেকে দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে।
আমতলী (বরগুনা) : লঘুচাপের প্রভাবে অতিবর্ষণ ও পূর্ণিমার জোয়ারে উপকূলীয় অঞ্চল আমতলী ও তালতলীর চর এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমতলীর পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তলিয়ে গেছে পৌর শহরের বিভিন্ন সড়ক, আউশের ধান ও আমনের বীজতলা।
ঝালকাঠি: টানা বৃষ্টি ও বিপৎসীমার ওপর দিয়ে নদ-নদীর পানি প্রবাহিত হওয়ায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল দুপুর থেকে বৃষ্টি আর সুগন্ধা-বিষখালীসহ সব নদ-নদীতে অস্বাভাবিকভাবে পানি বেড়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশ পরিবার। রান্নাঘর তলিয়ে যাওয়া অনেক পরিবারে রান্নাও হয়নি। পানিতে তলিয়ে কৃষি-মৎস্যসহ কাঁচা ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।
পটুয়াখালী: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে প্রভাবে গতকাল দুপুরে উপকূলের নদ-নদী ও সাগরের পানি স্বাভাবিকের চেয়ে আরও ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রবলবেগে পানি ঢুকে পড়েছে লোকালয়ের। জোয়ারের পানি ঢুকে পড়েছে পটুয়াখালী পৌর শহরেও। নতুন বাজার, মহিলা কলেজ রোড, জুবিলি স্কুল রোড, পোস্ট অফিস রোড, হাসপাতাল রোড, নিউমার্কেট, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪