চারঘাট প্রতিনিধি
সোনালী ব্যাংকের চারঘাট উপজেলা শাখার হিসাব নম্বরে ১৭ জন বীর মুক্তিযোদ্ধার ফেব্রুয়ারি মাসের সম্মানী ভাতার টাকা জমা হয়নি। এ অবস্থায় তাঁদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। অনেকেই ব্যাংক কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে গিয়ে এ বিষয়টি লিখিত অভিযোগ জানিয়েছেন।
সোনালী ব্যাংকের চারঘাট শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, বছরখানেক আগে সমাজসেবা অধিদপ্তর থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা ছাড় করা হতো। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাবে হস্তান্তর করা হয়, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাও সেভাবে দেওয়া হয়। ভাতার অর্থ লেনদেন করার জন্য বীর মুক্তিযোদ্ধাদের নামে ব্যাংক হিসাব খোলা রয়েছে।
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রতি মাসের নির্ধারিত তারিখে ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রত্যেকের ব্যাংক হিসাবে জমা হয়ে থাকে। মুঠোফোন বার্তার মাধ্যমে হিসাবধারী ভাতার অর্থ জমা হওয়ার তথ্য পেয়ে থাকেন। কিন্তু এ মাসে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকে গিয়ে জানতে পারেন, তাঁদের হিসাব নম্বরে ভাতার অর্থ জমা হয়নি। এ নিয়ে তাঁদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্মানী ভাতা না পাওয়া বীর মুক্তিযোদ্ধা ইমরান আলী, আব্দুল কুদ্দুস, মোকাররম হোসেন ও খোদা বক্সসহ অনেকে জানান, তাঁরা জানুয়ারি মাসের ভাতা পেয়েছেন। কিন্তু ফেব্রুয়ারির সম্মানী ভাতা তাঁদের ব্যাংক হিসাবে জমা হয়নি। তাঁরা উপজেলা প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। খোঁজখবর নিয়ে তাঁদের সমস্যার সমাধান করবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে।
তবে বীর মুক্তিযোদ্ধাদের একটি সূত্র জানায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বীর মুক্তিযোদ্ধাদের একটি সমন্বিত তালিকা প্রণয়ন করেছে। সেই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের ব্যাংক হিসাবে সম্মানী ভাতার অর্থ পাঠানো হয়েছে। যাঁদের নামে ভাতা আসেনি, তাঁরা শুধু গেজেটভুক্ত আছেন। ওই গেজেট জামুকা অনুমোদন দেয়নি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাস বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেব।’
সোনালী ব্যাংক লিমিটেড চারঘাট শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, তাঁর শাখায় ওয়ারিশসহ ৩১৪ জনের মধ্যে ১৭ জন বীর মুক্তিযোদ্ধার ব্যাংক হিসাবে গত ফেব্রুয়ারি মাসের সম্মানী ভাতার টাকা জমা হয়নি। অর্থ জমা না হওয়ার বিষয়ে তিনি কোনো চিঠিও পাননি।
সোনালী ব্যাংকের চারঘাট উপজেলা শাখার হিসাব নম্বরে ১৭ জন বীর মুক্তিযোদ্ধার ফেব্রুয়ারি মাসের সম্মানী ভাতার টাকা জমা হয়নি। এ অবস্থায় তাঁদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। অনেকেই ব্যাংক কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে গিয়ে এ বিষয়টি লিখিত অভিযোগ জানিয়েছেন।
সোনালী ব্যাংকের চারঘাট শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, বছরখানেক আগে সমাজসেবা অধিদপ্তর থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা ছাড় করা হতো। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাবে হস্তান্তর করা হয়, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাও সেভাবে দেওয়া হয়। ভাতার অর্থ লেনদেন করার জন্য বীর মুক্তিযোদ্ধাদের নামে ব্যাংক হিসাব খোলা রয়েছে।
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রতি মাসের নির্ধারিত তারিখে ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রত্যেকের ব্যাংক হিসাবে জমা হয়ে থাকে। মুঠোফোন বার্তার মাধ্যমে হিসাবধারী ভাতার অর্থ জমা হওয়ার তথ্য পেয়ে থাকেন। কিন্তু এ মাসে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকে গিয়ে জানতে পারেন, তাঁদের হিসাব নম্বরে ভাতার অর্থ জমা হয়নি। এ নিয়ে তাঁদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্মানী ভাতা না পাওয়া বীর মুক্তিযোদ্ধা ইমরান আলী, আব্দুল কুদ্দুস, মোকাররম হোসেন ও খোদা বক্সসহ অনেকে জানান, তাঁরা জানুয়ারি মাসের ভাতা পেয়েছেন। কিন্তু ফেব্রুয়ারির সম্মানী ভাতা তাঁদের ব্যাংক হিসাবে জমা হয়নি। তাঁরা উপজেলা প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। খোঁজখবর নিয়ে তাঁদের সমস্যার সমাধান করবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে।
তবে বীর মুক্তিযোদ্ধাদের একটি সূত্র জানায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বীর মুক্তিযোদ্ধাদের একটি সমন্বিত তালিকা প্রণয়ন করেছে। সেই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের ব্যাংক হিসাবে সম্মানী ভাতার অর্থ পাঠানো হয়েছে। যাঁদের নামে ভাতা আসেনি, তাঁরা শুধু গেজেটভুক্ত আছেন। ওই গেজেট জামুকা অনুমোদন দেয়নি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাস বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেব।’
সোনালী ব্যাংক লিমিটেড চারঘাট শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, তাঁর শাখায় ওয়ারিশসহ ৩১৪ জনের মধ্যে ১৭ জন বীর মুক্তিযোদ্ধার ব্যাংক হিসাবে গত ফেব্রুয়ারি মাসের সম্মানী ভাতার টাকা জমা হয়নি। অর্থ জমা না হওয়ার বিষয়ে তিনি কোনো চিঠিও পাননি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫