Ajker Patrika

৫০০ পর্বে মাশরাফি জুনিয়র

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০৯: ০৩
৫০০ পর্বে মাশরাফি জুনিয়র

দীর্ঘ পথ পেরিয়ে এল দীপ্ত টিভির প্রতিদিনের ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’। আজ প্রচারিত হবে ধারাবাহিকটির ৫০০তম পর্ব। ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলে যাওয়া নাটকটির গল্পের শুরু প্রত্যন্ত এক গ্রাম থেকে। সেই গ্রামে মায়া আর ভালোবাসায় জড়িয়ে ছিল দুই ভাইবোন—মণি ও মন্ডা। ক্রিকেটপাগল মন্ডার খেলা দেখে মণির মাঝেও জন্মে খেলা আর ‘মাশরাফি’র জন্য আবেগ ও ভালোবাসা।

গ্রামের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে একসময় মন্ডা হারিয়ে গেলে ভাইকে খুঁজতে শহরে আসে মণি। কাজ নেয় সাদিক খানের বাড়িতে। এখানে মণি সাহচর্য পায় বন্ধু আয়ান আর তার মমতাময়ী মা রুনার। আয়ানের সঙ্গে মেয়ে হয়েও ছেলের বেশ ধরে ক্রিকেট খেলে মণি সুনাম কুড়ায় ‘মাশরাফি জুনিয়র’ নামে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ভাইকে খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলে মণি।

ভাইকে দেওয়া কথা রাখতে জাতীয় পর্যায়ে যেতে চায় মণি। ছেলে সেজে খেলতে খেলতে হাঁপিয়ে ওঠা মণি আর কত দিন পরিচয় লুকিয়ে রাখবে! সে কি ভাইকে দেওয়া কথা রাখতে পারবে? ক্রিকেট নিয়ে তার যে স্বপ্নের শুরু, সেটা কি পূরণ হবে? এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে ‘মাশরাফি জুনিয়র’ নাটকের সামনের পর্বগুলোতে।
আহমেদ খান হীরকের গল্পে ধারাবাহিকটির চিত্রনাট্য লিখছেন আসফিদুল হক, সংলাপ মো. মারুফ হাসানের। সাজ্জাদ সুমনের পরিচালনায় এ নাটকে লাইন প্রোডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।

সিরিয়াল: মাশরাফি জুনিয়র

অভিনয়ে: সাফানা নমনি, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, মাইমুনা ফেরদৌস মম, তিনু করিম প্রমুখ।

চ্যানেল: দীপ্ত টিভি

প্রচার: প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত