Ajker Patrika

দিনাজপুরের আশুরার বিলে পদ্ম-শাপলার হাসি

মো. আতিকুল ইসলাম চৌধুরী, নবাবগঞ্জ (দিনাজপুর) 
দিনাজপুরের আশুরার বিলে পদ্ম-শাপলার হাসি

বর্ষার পর পানি নেমে গেলে পুকুর বা বিলে ফুটতে থাকে শাপলা ও পদ্মফুল। শাপলা প্রায় সব বিলে দেখা গেলেও পদ্মফুল সর্বত্র দেখা যায় না। এর জন্য প্রয়োজন বিশেষ মাটি। কিন্তু যদি শাপলা ও পদ্ম একসঙ্গে একই পুকুরে থাকে, এর সৌন্দর্য ছাপিয়ে যায় সবকিছুকে। দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানসংলগ্ন আশুরার বিলে গড়ে তোলা হয়েছে শাপলা ও পদ্মফুলের সৌন্দর্য।

প্রাকৃতিকভাবে জন্মানো লাল ও সাদা রঙের শাপলা এবং গোলাপি রঙের পদ্মফুল দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছে আশুরার বিলে। এখানে বিলের পানিতে ভাসমান সবুজ রঙের বড় বড় পাতা ভেদ করে মাথা তুলে শোভা ছড়াচ্ছে গোলাপি পদ্ম আর লাল-সাদা শাপলা।

নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ৫৮৮ দশমিক ২২ একর এলাকাজুড়ে অবস্থিত আশুরার বিল। উত্তরবঙ্গে সৌন্দর্যের লীলাভূমি এই বিল নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার কিছু জায়গাজুড়ে ছড়িয়ে আছে। পদ্ম আর শাপলার মিলিত সৌন্দর্যে উদ্ভাসিত এ বিল নিয়ে আছে অনেক কাহিনি।

২০১০ সালে জাতীয় উদ্যান ঘোষণা করার পর এর নামকরণ করা হয় শেখ রাসেল জাতীয় উদ্যান। আগে এ বিলের পাশে ছিল এটি শালবন। এখন ওই বনে শাল ছাড়াও আছে ২০ থেকে ৩০ প্রজাতির গাছ। ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই বিলে রয়েছে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ। বিলটি উত্তরাঞ্চলের ভ্রমণপিপাসুদের কাছে এখন অন্যতম দর্শনীয় স্থান।

বিলের শাপলা ও পদ্মফুলের সৌন্দর্য দেখতে আসা স্কুলশিক্ষক আনিছুর রহমান জানান, নবাবগঞ্জ উপজেলা ছাড়াও আশপাশের তিন থেকে চারটি উপজেলার বিনোদনের জন্য সরকারিভাবে স্থাপিত একমাত্র জাতীয় উদ্যান আশুরার বিল। একসময় এখানকার আকর্ষণীয় বিষয় ছিল বিলের পানিতে ভেসে থাকা লাল ও সাদা শাপলার সৌন্দর্য। এখন এখানকার পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করার মতো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেফাউল আজম আজকের পত্রিকাকে জানান, বিলের সৌন্দর্য বাড়াতে নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে আবাসিক কক্ষ, দর্শনার্থীদের বসার জায়গা, বনের সঙ্গে সংযোগ স্থাপন করতে কাঠের সেতু এবং সড়ক অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম বলেন, ‘পর্যটকদের চাহিদার কথা ও ভবিষ্যৎ পর্যটনশিল্প গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ জন্য স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে কাজ করছি।’

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক জানান, উত্তরাঞ্চলের আমাজান হিসেবে পরিচিত আশুরার বিলে মেগা প্রজেক্টের জন্য ইতিমধ্যে দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানকে পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে শিক্ষণীয় অনেক কিছু থাকবে, বিলের পানিতে নৌকা ভ্রমণ এবং ঝুলন্ত ব্রিজে উঠে দর্শনার্থীরা বিলের শাপলা ও পদ্মফুলের সৌন্দর্য দেখতে পারবেন। এ ছাড়া ওয়াচ টাওয়ারে বসে বন ও বিলের সৌন্দর্য সহজে উপভোগ করতে পারবেন পর্যটকেরা। খুব শিগগির এসব কাজ বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন মো. শিবলী সাদিক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত