Ajker Patrika

সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুরে ছড়ার ভাঙনে যাতায়াতের একমাত্র সড়কটি ধসে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ মিলনপুরের রাস্তাটির ৮০ শতাংশ ভেঙে পড়েছে ছড়ার মাঝে। সড়কে গাছের পাটাতন ব্যবহার করে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

জান্নাতুল নামের এক স্কুলছাত্রী জানায়, সড়কটি ভেঙে যাওয়া এখন যানবাহন চলাচল করতে পারে না। এ জন্য তারা বিদ্যালয়ে ঠিক সময়ে পৌঁছাতে পারে না। সে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এ বিষয়ে দক্ষিণ মিলনপুর গ্রামের বাসিন্দা রোকেয়া বেগম বলেন, সড়কটি অন্তত ১৫ ফুট প্রশস্ত ছিল। কবাখালী ছড়ার ভাঙনে এটি এখন মাত্র তিন থেকে চার ফুট আছে।

কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জানান, কবাখালী ইউনিয়নের মধ্য দিয়ে যে ছড়াটি মাইনী নদীতে মিলিত হয়েছে, সেই ছড়ার ভাঙনে দক্ষিণ মিলনপুর সড়কটি ধসে পড়েছে। এতে সেখানকার বাসিন্দাদের চলাচলে চরম বিঘ্নিত সৃষ্টি হচ্ছে। ভাঙন ঠেকাতে সেখানে বড় আকারের গাইড ওয়াল দরকার। মেরামতে ৭ থেকে ১০ লাখ টাকার দরকার। এ পরিমাণ টাকা পরিষদের পক্ষ থেকে ব্যয় সম্ভব নয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত