Ajker Patrika

মাত্রাতিরিক্ত সিসায় গরুর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৫
মাত্রাতিরিক্ত সিসায় গরুর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে ৩৫ গরুর মৃত্যুর ঘটনায় ঘাস, খড় ও মাটি পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। তাতে মাত্রাতিরিক্ত সিসা থাকার কারণে গরুর মৃত্যু ঘটেছে বলে প্রমাণ মিলেছে।

গত মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এ রিপোর্ট এসে পৌঁছায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আহসান হাবিব জানান, রিপোর্টে ঘাসে ৩০ হাজার পিপিএম, খড়ে ৩০ হাজার পিপিএম এবং মাটিতে ৫ হাজার পিপিএম পাওয়া গেছে।

তিনি আরও বলেন, মাত্রাতিরিক্ত সিসার বিষক্রিয়ায় গরুগুলোর মৃত্যু হয়েছে। সিসার বিষক্রিয়া এতটাই মাত্রাতিরিক্ত ছিল যে, গরুর কলিজা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ গরুর শরীরে প্রতিরোধ ক্ষমতা ১০ পিপিএম মাত্রা পর্যন্ত থাকে। সেখানে ৩০ হাজার পিপিএম ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, এখন বিষয়টা পরিষ্কার হলো, এর জন্য যে-ই দায়ী হোক, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যাঁদের এত বড় ক্ষতি হয়ে গেল, আমরা তাঁদের দিকটিও বিবেচনা করব, যাতে তাঁরা কোনো-না কোনো দিক থেকে সেই ক্ষতিপূরণ পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত