Ajker Patrika

রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১২: ৩৪
রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে তাঁদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

মৃতরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জামাল উদ্দিনের ছেলে আল আমিন (২৬), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আলী আহমেদের ছেলে আবু বকর সিদ্দিক (১৯), খিলক্ষেতের টানপাড়া এলাকার মোহাম্মদ আলমের ছেলে শাকিল (২৮) এবং প্রায় ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।

শাহবাগ থানার এসআই মিন্টু মিয়া জানান, গতকাল ভোরে গুলিস্তানের পীর ইয়ামেনী মার্কেটের পাশের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আল আমিনের ভাই মো. নাঈম জানান, তাঁরা পরিবারসহ উত্তর কুতুবখালীতে থাকেন। নগদ ও বিকাশের বিক্রয় প্রতিনিধির কাজ করতেন আল আমিন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে জানতে পারেন, কুতুবখালী বউবাজার এলাকায় বমি করছে আল আমিন। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু বকর সিদ্দিকের ভাই মো. বাদশা জানান, আবু বকর গত বছর এসএসি পাস করেছে। ঘুরতে যাওয়ার কথা বলে গত বুধবার ১৫ হাজার টাকা চায় মায়ের কাছে। টাকা না দেওয়ায় অভিমানে রাত ১২টার দিকে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়।

শাকিলের বাবা মোহাম্মদ আলম জানান, শাকিল লেবারের কাজ করত। গত বুধবার রাতে খিলক্ষেতে নির্মাণাধীন দোকানে কাজ শেষে মাচান থেকে নামার সময় শাকিলের ওপরে পড়ে যান দোকান মালিক আনারুল। পরে শাকিলকে হাসপাতালে নিলে ভোর ৫টায় মারা যান শাকিল।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত