নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বাবা-মায়ের কাছ থেকে নেশার টাকা জোগাতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোর অপহরণ নাটক সাজিয়েছে। গত শনিবার রাতে চকবাজার থানা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। অভিযুক্ত কিশোর একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
এ ঘটনায় পুলিশ রহস্য উদ্ঘাটনের পর বয়স বিবেচনা করে শোধরানোর সময় দিয়ে অভিযুক্ত কিশোরকে পরে ছেড়ে দিয়েছে। এ কাজে তাকে ক্রাইম পেট্রল সিরিয়াল উৎসাহ জোগায় বলে সে জিজ্ঞাসাবাদে জানায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা আজকের পত্রিকাকে বলেন, মূলত মা-বাবার সঙ্গে প্রতারণা করে টাকা নিতে অপহরণ নাটক সাজিয়েছিল ওই কিশোর।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এত দিন ছেলে ভালোভাবেই পড়ালেখা করছিল। খারাপ বন্ধুবান্ধব ও অসৎ সঙ্গের কারণে ইমরুল সিগারেট খাওয়া শুরু করে। ছেলেটি খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে প্রথমে সিগারেট, পরে হেরোইন, গাঁজাসহ ইত্যাদি নেশা পেয়ে থাকে। এ নেশার টাকা জোগাড়ের জন্য সে বন্ধুবান্ধবসহ বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার করতে শুরু করে।
একপর্যায়ে পাওনাদারেরা টাকা ফেরত পেতে ওই কিশোরকে চাপ দেয়। এদিকে সে তার মা-বাবার কাছেও অতিরিক্ত টাকা চাইতে পারছিল না। পরে টিভিতে ক্রাইম পেট্রল সিরিয়াল অনুসরণ করে বন্ধুদের নিয়ে একটি মিথ্যা অপহরণ নাটক সাজায়।
পুলিশ জানায়, গত শনিবার সকালে চকবাজার থানার লালচান রোডে একটি পূর্বপরিচিত দোকানে অভিযুক্ত কিশোর ও তার এক বন্ধু আসে। পরে অন্য বন্ধুদের যোগসাজশে ওই কিশোরের মাকে ফোন দিয়ে বলে, ‘আপনার ছেলে আমাদের কবজায়। ছেলেকে জীবিত ফিরে পেতে চাইলে টাকা পাঠান। ছেলের সঙ্গে কথা বলেন।’
এ সময় ছেলেটি তার মাকে জানায়, তাকে গুলজার মোড় থেকে একটি মাইক্রোবাসে চারজন লোক জোর করে তুলে নিয়ে যায়। পরে নাকে রুমাল চেপে ধরে অজ্ঞান করে ফেলে। তাকে ইলেকট্রিক শক ও মারধর করছে। দ্রুত টাকার ব্যবস্থা করতে হবে। এটা শোনার পর ছেলেটির বাবা চকবাজার থানায় গিয়ে পুলিশের সহায়তা নেন।
চট্টগ্রামে বাবা-মায়ের কাছ থেকে নেশার টাকা জোগাতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোর অপহরণ নাটক সাজিয়েছে। গত শনিবার রাতে চকবাজার থানা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। অভিযুক্ত কিশোর একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
এ ঘটনায় পুলিশ রহস্য উদ্ঘাটনের পর বয়স বিবেচনা করে শোধরানোর সময় দিয়ে অভিযুক্ত কিশোরকে পরে ছেড়ে দিয়েছে। এ কাজে তাকে ক্রাইম পেট্রল সিরিয়াল উৎসাহ জোগায় বলে সে জিজ্ঞাসাবাদে জানায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা আজকের পত্রিকাকে বলেন, মূলত মা-বাবার সঙ্গে প্রতারণা করে টাকা নিতে অপহরণ নাটক সাজিয়েছিল ওই কিশোর।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এত দিন ছেলে ভালোভাবেই পড়ালেখা করছিল। খারাপ বন্ধুবান্ধব ও অসৎ সঙ্গের কারণে ইমরুল সিগারেট খাওয়া শুরু করে। ছেলেটি খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে প্রথমে সিগারেট, পরে হেরোইন, গাঁজাসহ ইত্যাদি নেশা পেয়ে থাকে। এ নেশার টাকা জোগাড়ের জন্য সে বন্ধুবান্ধবসহ বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার করতে শুরু করে।
একপর্যায়ে পাওনাদারেরা টাকা ফেরত পেতে ওই কিশোরকে চাপ দেয়। এদিকে সে তার মা-বাবার কাছেও অতিরিক্ত টাকা চাইতে পারছিল না। পরে টিভিতে ক্রাইম পেট্রল সিরিয়াল অনুসরণ করে বন্ধুদের নিয়ে একটি মিথ্যা অপহরণ নাটক সাজায়।
পুলিশ জানায়, গত শনিবার সকালে চকবাজার থানার লালচান রোডে একটি পূর্বপরিচিত দোকানে অভিযুক্ত কিশোর ও তার এক বন্ধু আসে। পরে অন্য বন্ধুদের যোগসাজশে ওই কিশোরের মাকে ফোন দিয়ে বলে, ‘আপনার ছেলে আমাদের কবজায়। ছেলেকে জীবিত ফিরে পেতে চাইলে টাকা পাঠান। ছেলের সঙ্গে কথা বলেন।’
এ সময় ছেলেটি তার মাকে জানায়, তাকে গুলজার মোড় থেকে একটি মাইক্রোবাসে চারজন লোক জোর করে তুলে নিয়ে যায়। পরে নাকে রুমাল চেপে ধরে অজ্ঞান করে ফেলে। তাকে ইলেকট্রিক শক ও মারধর করছে। দ্রুত টাকার ব্যবস্থা করতে হবে। এটা শোনার পর ছেলেটির বাবা চকবাজার থানায় গিয়ে পুলিশের সহায়তা নেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪