কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকেরা আগাম পেঁয়াজ চাষ করে লাভের আশায় বুক বেঁধেছেন। চলতি বছর স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে পেঁয়াজের ব্যাপক চাহিদা ও দাম বেশি থাকায় বিগত বছরের চেয়ে এবার বেশি জমিতে মসলাজাতীয় পণ্যটির চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। আবহাওয়া অনুকূল থাকায় কম খরচে অধিক ফলন, ভালো দাম পেলে বিঘাপ্রতি ২৫-৩০ হাজার টাকা লাভ পাবেন—এমনটাই আশা পেঁয়াজচাষিদের।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার আবহাওয়া অনুকূল থাকায় উপজেলার কৃষকেরা পেঁয়াজ চাষে বেশি লাভবান হবেন। এ বছর ১০ হেক্টরে পেঁয়াজ চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরেজমিন উপজেলার বিভিন্ন পেঁয়াজের মাঠ ঘুরে দেখা গেছে, কিষান-কিষানিরা আগাম পেঁয়াজের বাজার ধরার প্রতিযোগিতায় মেতে উঠেছেন। এ জন্য জমিতে আগাছা পরিষ্কার, সেচ ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
বড়ভিটা মেলাবর গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, ‘সরকারি রাজস্ব খাতের কৃষি প্রণোদনার সার, বীজ, প্রশিক্ষণ, পরামর্শ ও অর্থসহায়তা পেয়ে আমি দুই বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। এতে সেচ, কৃষিশ্রমিক বাদে পুরোটাই লাভ হবে। এক বিঘা জমিতে ফলন পাওয়া যাবে ১৬-২০ মণ। সঠিক বাজারমূল্য পেলে খরচ বাদে ২ বিঘা জমিতে ৫০ হাজার টাকার মতো লাভ হতে পারে।’
একই গ্রামের কৃষক বিনয় চন্দ্র দুই বিঘা, পুঁটিমারী কাচারীপাড়ার আনছার আলী এক বিঘা, মাগুড়া মিয়াপাড়ার শাহজাহান আলী দেড় বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। তাঁরা বলেন, এ এলাকার বালুমিশ্রিত জমি অন্য ফসলের তুলনায় পেঁয়াজ চাষে খুবই উপযোগী। যথাসময়ে সেচ, পরিচর্যা করলে আশানুরূপ ফলন পাওয়া যাবে। সঠিক সময়ের কৃষি প্রণোদনা, কম পরিশ্রম ও লাভ তুলনামূলক বেশি হওয়ায় পেঁয়াজ চাষ দিন দিন বাড়ছে।
কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘ভারত থেকে আমদানি কমানোসহ দেশের বাজারে পেঁয়াজের ঘাটতি মেটাতে কৃষিবান্ধব সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ৭৫ জন কৃষককে বিনা মূল্যে নাসিক রেড-৩ জাতের উচ্চফলনশীল বীজ, সার, পরামর্শ, পদ্ধতিগত প্রদর্শনী প্লট স্থাপন এবং অর্থসহায়তা দেওয়া হচ্ছে। মৌসুমের আগে এ পেঁয়াজ তোলা হলে বাজারে চাহিদা মিটবে এবং কৃষকেরা লাভবান হবেন।’
নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকেরা আগাম পেঁয়াজ চাষ করে লাভের আশায় বুক বেঁধেছেন। চলতি বছর স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে পেঁয়াজের ব্যাপক চাহিদা ও দাম বেশি থাকায় বিগত বছরের চেয়ে এবার বেশি জমিতে মসলাজাতীয় পণ্যটির চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। আবহাওয়া অনুকূল থাকায় কম খরচে অধিক ফলন, ভালো দাম পেলে বিঘাপ্রতি ২৫-৩০ হাজার টাকা লাভ পাবেন—এমনটাই আশা পেঁয়াজচাষিদের।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার আবহাওয়া অনুকূল থাকায় উপজেলার কৃষকেরা পেঁয়াজ চাষে বেশি লাভবান হবেন। এ বছর ১০ হেক্টরে পেঁয়াজ চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরেজমিন উপজেলার বিভিন্ন পেঁয়াজের মাঠ ঘুরে দেখা গেছে, কিষান-কিষানিরা আগাম পেঁয়াজের বাজার ধরার প্রতিযোগিতায় মেতে উঠেছেন। এ জন্য জমিতে আগাছা পরিষ্কার, সেচ ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
বড়ভিটা মেলাবর গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, ‘সরকারি রাজস্ব খাতের কৃষি প্রণোদনার সার, বীজ, প্রশিক্ষণ, পরামর্শ ও অর্থসহায়তা পেয়ে আমি দুই বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। এতে সেচ, কৃষিশ্রমিক বাদে পুরোটাই লাভ হবে। এক বিঘা জমিতে ফলন পাওয়া যাবে ১৬-২০ মণ। সঠিক বাজারমূল্য পেলে খরচ বাদে ২ বিঘা জমিতে ৫০ হাজার টাকার মতো লাভ হতে পারে।’
একই গ্রামের কৃষক বিনয় চন্দ্র দুই বিঘা, পুঁটিমারী কাচারীপাড়ার আনছার আলী এক বিঘা, মাগুড়া মিয়াপাড়ার শাহজাহান আলী দেড় বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। তাঁরা বলেন, এ এলাকার বালুমিশ্রিত জমি অন্য ফসলের তুলনায় পেঁয়াজ চাষে খুবই উপযোগী। যথাসময়ে সেচ, পরিচর্যা করলে আশানুরূপ ফলন পাওয়া যাবে। সঠিক সময়ের কৃষি প্রণোদনা, কম পরিশ্রম ও লাভ তুলনামূলক বেশি হওয়ায় পেঁয়াজ চাষ দিন দিন বাড়ছে।
কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘ভারত থেকে আমদানি কমানোসহ দেশের বাজারে পেঁয়াজের ঘাটতি মেটাতে কৃষিবান্ধব সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ৭৫ জন কৃষককে বিনা মূল্যে নাসিক রেড-৩ জাতের উচ্চফলনশীল বীজ, সার, পরামর্শ, পদ্ধতিগত প্রদর্শনী প্লট স্থাপন এবং অর্থসহায়তা দেওয়া হচ্ছে। মৌসুমের আগে এ পেঁয়াজ তোলা হলে বাজারে চাহিদা মিটবে এবং কৃষকেরা লাভবান হবেন।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫