Ajker Patrika

এবার জন্মদিনেও বন্যা থাকছেন ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১০: ৫৪
এবার জন্মদিনেও বন্যা থাকছেন ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে

উপমহাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সংগীতে বাংলাদেশে-ভারতে সমানভাবে সমাদৃত তিনি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মাননায় ভূষিত এই গুণী শিল্পীর জন্মদিন আজ।

জন্মদিনে আয়োজন
২০১৫ সালের এই দিনে চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে অংশ নেন বন্যা। সেখানে গান পরিবেশনের পাশাপাশি ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হন বন্যা। তবে জীবনের অন্যতম এক প্রাপ্তি যোগ হয় ওই দিনে। চ্যানেল আইয়ের অনুষ্ঠানে ফোন করে রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। বন্যার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার কথোপকথন ও শুভেচ্ছাবার্তা সরাসরি শুনেছেন দেশবাসী।

প্রতিবছর বন্যার জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ে থাকে বিশেষ আয়োজন। চ্যানেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, আজ সকালেও আমিরুল ইসলামের প্রযোজনায় চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ (নতুন নামকরণ হয়েছে) অনুষ্ঠানে থাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সঙ্গে থাকবেন তাঁর বেশ কজন শিক্ষার্থী। সকাল ৭টার সংবাদের পর শুরু হওয়া অনুষ্ঠানে সরাসরি বেশ কিছু গান গাওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করবেন ভক্তদের সঙ্গে। অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে ফুল দিয়ে বরণ করা এবং অনুষ্ঠান শেষে কেক কেটে জন্মদিন উদ্‌যাপনের প্রস্তুতি নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

আজ জন্মদিনের আর আয়োজনের কথা জানতে চাইলে বন্যা বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনা করেই আজ উল্লেখযোগ্য কোনো আয়োজন করিনি। নিজের মতো করেই দিনটি কাটাতে চাই।’

পৌষমেলা
আজ রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনেই লালমাটিয়া বয়েজ স্কুলে আয়োজন করার কথা ছিল পৌষমেলার। করোনা পরিস্থিতির অবনতি আর সরকারি বিধিনিষেধের কারণে সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরের ধারা’ আয়োজিত এই অনুষ্ঠানটি এগিয়ে গতকাল করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল মেলার আয়োজন।

ছেলেবেলার জন্মদিন
বাবা মাজহার উদ্দিন খান ছিলেন সরকারি চাকরিজীবী। চাকরির সুবাদে বিভিন্ন জেলায় বদলি হতেন তিনি, সেই সূত্রে দেশের বিভিন্ন জেলায় থাকা হয়েছে বন্যার। এখনকার মতো ঘটা করে জন্মদিন পালন করা হতো না। বন্যা বলেন, ‘ছোটবেলার আনন্দগুলো ছিল খুব সহজ আর সাধারণ। সবার প্রত্যাশা আর আকাঙ্ক্ষা ছিল ছোট ছোট, তাই ছোট ছোট বিষয়েও আনন্দ ছিল। আমাদের প্রত্যাশা, আকাঙ্ক্ষাও ছোট ছোট ছিল।’

সংগীত ও কর্মজীবন
রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশের ছায়ানটে এবং পরবর্তী সময়ে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্বভারতীতে তিনি রবীন্দ্রসংগীত শেখেন শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, অশেষ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতো শিক্ষকদের তত্ত্বাবধানে। দেশে ফিরে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। তিনি রবীন্দ্রসংগীত ছাড়াও ধ্রুপদি, টপ্পা ও কীর্তন গানের ওপরও শিক্ষা লাভ করেছেন। দুই বাংলা থেকেই প্রকাশিত হয়েছে তাঁর গানের অ্যালবাম। রেজওয়ানা চৌধুরী বন্যা হারমোনিয়াম ও এসরাজ বাজাতে পারেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের অধ্যাপক এবং নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পরিবেশন কলা অনুষদের সাম্মানিক ডিন ও সংগীত বিভাগের প্রধান। ১৯৯২ সালে সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরের ধারা’ চালু করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...