সাখাওয়াত ফাহাদ, ঢাকা
প্রথম কবে মেলায় এসেছিলেন, মনে নেই রিপন রায়ের। তবে বাবার হাত ধরে সেটাও যে খুব ছোটকালে, তা মনে পড়ে। তখন তিনি শব্দের সঙ্গে শব্দ জোড়া দিয়ে মাত্র বাক্যগঠন শিখেছেন। তারপর অনেকবার মেলায় এসেছেন। বদলেছে সঙ্গী। শনিবার মেলায় এসেছিলেন তাঁর তিন বছর বয়সী মেয়ে স্বর্ণা রায়কে নিয়ে। স্বর্ণা শিশুপ্রহর থেকে লিটলম্যাগ কর্নার পর্যন্ত পুরো মেলা ছুটে বেড়িয়েছে।
এমনই হাজারো ভালোবাসার গল্প এই বইমেলা। ছুটির দিনে যান্ত্রিক শহরে প্রিয় মানুষের সঙ্গে বইমেলায় ছুটে এসেছেন বিপুলসংখ্যক মানুষ। এই মেলা যেন তাঁদের প্রিয় স্মৃতি, কখনো ফিকে না হওয়া এক চিরচেনা শৈশব। প্রথম মলাটবদ্ধ নতুন বইয়ের ঘ্রাণ, কল্পনার বেশি কিছু চিন্তার রসদ একেবারে হাতের কাছে পাওয়ার মেলা। তাই এই ভালোবাসার কাছে বারবার ছুটে আসা যায়।
মেলায় তেমনই এক অভূতপূর্ব ভালোবাসার টানে ছুটে এসেছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান ও আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান। পেশায় আজীবন সাংবাদিক হলেও এবার মেলায় এসেছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘মায়াবী শব্দ যত’। বইটি এনেছে অন্যপ্রকাশ। করোনায় হারানো
স্ত্রীর কথা রাখতে নিভৃতে লেখা কবিতাগুলো প্রকাশ্যে এনেছেন তিনি।
বইটি প্রকাশের ক্ষেত্রে কবির প্রয়াত স্ত্রীর বিশেষ অবদান ছিল জানিয়ে গোলাম রহমান বলেছেন, ‘তিনি প্রায়ই আমাকে বলতেন, কবিতার বই কেন বের করো না? বইটি আজ প্রকাশিত হয়েছে, তাঁর কথা খুব মনে পড়ছে।’
ড. গোলাম রহমান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে বসে লেখা ৫০ বছর আগের একটা কবিতা আছে বইয়ে। বাকি কবিতাগুলো গত দুই বছরে লেখা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর কিছু সময় পাওয়া যায়। তখন কিছু কাজ করারও তাড়না থাকে। সেখান থেকেই বইটি লিখেছেন তিনি।
ভালোবাসা যেমন সুসময় এনে দেয়, তেমনি বিচ্ছেদ আনে; হতাশা, দুঃখ, বিষাদও আনে। সময়ের ঘোরপ্যাঁচে তা তীব্রতর হয়। সেই গল্প নিয়ে মেলায় এসেছে শামীম আরা স্মৃতির উপন্যাস ‘আকাশজুড়ে কালো মেঘ’। বইটি এনেছে বিশ্বসাহিত্য ভবন। লেখকের আরও একটি কবিতার বই ‘গুচ্ছ গুচ্ছ স্বপ্ন’ এবার মেলায় এসেছে।
রাগ, অভিমান কিংবা ভালোবাসা অনেক সময় মুখে প্রকাশ না করা গেলেও লিখে ফেলা যায় অনায়াসে। সেই গল্পের সমারোহ অন্যধারা প্রকাশিত ইসমত আরা প্রিয়ার উপন্যাস ‘বসন্ত ফিরে আসে’। তিনি জানিয়েছেন, লেখালেখিকে তিনি সাধনা হিসেবে নিয়েছেন। আজীবন লেখালেখিতেই ব্রতী হতে চান।
মেলায় এসেছে গত বছর জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পাওয়া লেখক সাজেদুল ইসলামের নতুন উপন্যাস ‘সোনার নাও পবনের বৈঠা’। উপন্যাসটি প্রকাশ করেছে কাগজ প্রকাশন। লেখক জানিয়েছেন, উপন্যাসটিতে মানুষের হতাশা, প্রেম, প্রণয়, প্রতিহিংসা, পারস্পরিক অবিশ্বাস এবং মানবজীবনের অন্তর্নিহিত বিষাদের চিত্র লোককথা ও মিথের সমন্বয়ে তুলে ধরা হয়েছে। এ ছাড়া লেখকের শিক্ষাবিষয়ক বই ‘শিক্ষায় দর্শন দর্শনের শিক্ষা: সৈয়দ মিজানুর রহমানের মুখোমুখি দশ বিশিষ্টজন’ প্রকাশ করেছে ঐতিহ্য।
গতকাল মেলায় ১৮৫টি নতুন বই এসেছে। মেলা থেকে বের হওয়ার সময় দেখলাম, এক ফুলের দোকানের পেছনে হলুদ ফ্রক পরে আপন মনে নাচছে এক শিশু।
নাম সুরাইয়া। তার মা ফুল বিক্রিতে ব্যস্ত। কিন্তু সুরাইয়ার তা ভালো লাগে না। সে কী ভালোবাসে জিজ্ঞেস করতেই বলল, ‘নাচতে।’ মাথায় ঘুরতে থাকল, বইমেলা শুধু বইয়ের মেলা নয়, স্বপ্নেরও মেলা।
প্রথম কবে মেলায় এসেছিলেন, মনে নেই রিপন রায়ের। তবে বাবার হাত ধরে সেটাও যে খুব ছোটকালে, তা মনে পড়ে। তখন তিনি শব্দের সঙ্গে শব্দ জোড়া দিয়ে মাত্র বাক্যগঠন শিখেছেন। তারপর অনেকবার মেলায় এসেছেন। বদলেছে সঙ্গী। শনিবার মেলায় এসেছিলেন তাঁর তিন বছর বয়সী মেয়ে স্বর্ণা রায়কে নিয়ে। স্বর্ণা শিশুপ্রহর থেকে লিটলম্যাগ কর্নার পর্যন্ত পুরো মেলা ছুটে বেড়িয়েছে।
এমনই হাজারো ভালোবাসার গল্প এই বইমেলা। ছুটির দিনে যান্ত্রিক শহরে প্রিয় মানুষের সঙ্গে বইমেলায় ছুটে এসেছেন বিপুলসংখ্যক মানুষ। এই মেলা যেন তাঁদের প্রিয় স্মৃতি, কখনো ফিকে না হওয়া এক চিরচেনা শৈশব। প্রথম মলাটবদ্ধ নতুন বইয়ের ঘ্রাণ, কল্পনার বেশি কিছু চিন্তার রসদ একেবারে হাতের কাছে পাওয়ার মেলা। তাই এই ভালোবাসার কাছে বারবার ছুটে আসা যায়।
মেলায় তেমনই এক অভূতপূর্ব ভালোবাসার টানে ছুটে এসেছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান ও আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান। পেশায় আজীবন সাংবাদিক হলেও এবার মেলায় এসেছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘মায়াবী শব্দ যত’। বইটি এনেছে অন্যপ্রকাশ। করোনায় হারানো
স্ত্রীর কথা রাখতে নিভৃতে লেখা কবিতাগুলো প্রকাশ্যে এনেছেন তিনি।
বইটি প্রকাশের ক্ষেত্রে কবির প্রয়াত স্ত্রীর বিশেষ অবদান ছিল জানিয়ে গোলাম রহমান বলেছেন, ‘তিনি প্রায়ই আমাকে বলতেন, কবিতার বই কেন বের করো না? বইটি আজ প্রকাশিত হয়েছে, তাঁর কথা খুব মনে পড়ছে।’
ড. গোলাম রহমান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে বসে লেখা ৫০ বছর আগের একটা কবিতা আছে বইয়ে। বাকি কবিতাগুলো গত দুই বছরে লেখা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর কিছু সময় পাওয়া যায়। তখন কিছু কাজ করারও তাড়না থাকে। সেখান থেকেই বইটি লিখেছেন তিনি।
ভালোবাসা যেমন সুসময় এনে দেয়, তেমনি বিচ্ছেদ আনে; হতাশা, দুঃখ, বিষাদও আনে। সময়ের ঘোরপ্যাঁচে তা তীব্রতর হয়। সেই গল্প নিয়ে মেলায় এসেছে শামীম আরা স্মৃতির উপন্যাস ‘আকাশজুড়ে কালো মেঘ’। বইটি এনেছে বিশ্বসাহিত্য ভবন। লেখকের আরও একটি কবিতার বই ‘গুচ্ছ গুচ্ছ স্বপ্ন’ এবার মেলায় এসেছে।
রাগ, অভিমান কিংবা ভালোবাসা অনেক সময় মুখে প্রকাশ না করা গেলেও লিখে ফেলা যায় অনায়াসে। সেই গল্পের সমারোহ অন্যধারা প্রকাশিত ইসমত আরা প্রিয়ার উপন্যাস ‘বসন্ত ফিরে আসে’। তিনি জানিয়েছেন, লেখালেখিকে তিনি সাধনা হিসেবে নিয়েছেন। আজীবন লেখালেখিতেই ব্রতী হতে চান।
মেলায় এসেছে গত বছর জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পাওয়া লেখক সাজেদুল ইসলামের নতুন উপন্যাস ‘সোনার নাও পবনের বৈঠা’। উপন্যাসটি প্রকাশ করেছে কাগজ প্রকাশন। লেখক জানিয়েছেন, উপন্যাসটিতে মানুষের হতাশা, প্রেম, প্রণয়, প্রতিহিংসা, পারস্পরিক অবিশ্বাস এবং মানবজীবনের অন্তর্নিহিত বিষাদের চিত্র লোককথা ও মিথের সমন্বয়ে তুলে ধরা হয়েছে। এ ছাড়া লেখকের শিক্ষাবিষয়ক বই ‘শিক্ষায় দর্শন দর্শনের শিক্ষা: সৈয়দ মিজানুর রহমানের মুখোমুখি দশ বিশিষ্টজন’ প্রকাশ করেছে ঐতিহ্য।
গতকাল মেলায় ১৮৫টি নতুন বই এসেছে। মেলা থেকে বের হওয়ার সময় দেখলাম, এক ফুলের দোকানের পেছনে হলুদ ফ্রক পরে আপন মনে নাচছে এক শিশু।
নাম সুরাইয়া। তার মা ফুল বিক্রিতে ব্যস্ত। কিন্তু সুরাইয়ার তা ভালো লাগে না। সে কী ভালোবাসে জিজ্ঞেস করতেই বলল, ‘নাচতে।’ মাথায় ঘুরতে থাকল, বইমেলা শুধু বইয়ের মেলা নয়, স্বপ্নেরও মেলা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪