Ajker Patrika

ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৯টি

ফেনী ও নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৫৩
ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৯টি

ফেনী সদর উপজেলার ১২টি এবং নোয়াখালীর সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জের ১৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এর মধ্যে ফেনীর ১২ এবং নোয়াখালীর আট ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। দুই জেলার চার উপজেলার ৪৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

ফেনীর ১২ ইউপির মধ্যে ইতিমধ্যে সাতজন চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারি বলেন, ১২ ইউপিতে কেন্দ্র সংখ্যা ১০২টি। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ৪১টি, গুরুত্বপূর্ণ ৭৪টি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনের দিন মাঠে থাকবে সাড়ে ৮০০ পুলিশ, প্রায় ২ হাজার আনসার, ৪০ সদস্যের বিজিবি ছাড়াও র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্বে থাকবেন।

১২ ইউপিতে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৮৭ হাজার ২৪৪ জন।

এর আগে বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন, শর্শদী ইউপিতে জানে আলম ভূঞা, ধর্মপুরে শাহাদাত হোসেন সাকা, কালীদহে দেলোয়ার হোসেন ডালিম, কাজীরবাগে কাজী বুলবুল আহমেদ সোহাগ, ফাজিলপুরে মজিবুল হক রিপন, মোটবীতে হারুন অর রশীদ এবং বালিগাঁও ইউপিতে মোজাম্মেল হক বাহার।

এদিকে নোয়াখালীর সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সোনাইমুড়ীর ১০টি, চাটখিলের ৮টি ও বেগমগঞ্জের একমাত্র জিরতলী ইউপিতে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে আটটি ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ। একটানা ভোট গ্রহণ চলবে জেলার ২০০টি কেন্দ্রে। তিনটি উপজেলায় মোট ১৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে।

আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। ভোটের দিন সকালে কেন্দ্রগুলোতে পৌঁছে ব্যালট পেপার। এর আগে নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে তিনটি উপজেলার ১৯টি ইউনিয়ন প্রার্থীদের প্রচারে মুখর ছিল। গত সোমবার মধ্যরাত পর্যন্ত উঠান বৈঠক ও পথসভায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা। কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র একাধিক প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা ও কিছু এলাকায় নির্বাচনী প্রচারণার অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রতিটি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত