Ajker Patrika

খুবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

খুবি প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ০৫
খুবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আনুষঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়েছে।

গত রোববার বিকেলে খুবির শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে একাডেমিক প্রধানদের সঙ্গে উপাচার্যের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

সভায় নবাগত শিক্ষার্থীদের আজ ২২ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরুসহ অন্যান্য বর্ষের ক্লাস, পরীক্ষা ও অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় একাডেমিক প্রধানেরা একমত হন যে, কোনোভাবেই ক্যাম্পাসে যেন র‍্যাগিংয়ের মতো ঘৃণ্য ঘটনা না ঘটে।

এ জন্য সব ডিসিপ্লিন ও ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তর থেকে ভিজিল্যান্স বৃদ্ধি, ক্যাম্পাসে সিসি ক্যামেরার সর্বোচ্চ কভারেজের আওতায় আনা, শিক্ষার্থীদের মোটিভেশন এবং হটলাইন নম্বর চালু করা, অভিযোগ বক্স স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একজন প্রথম বর্ষের শিক্ষার্থী যেন সিনিয়র শিক্ষার্থী, শিক্ষকসহ সবারই প্রয়োজনীয় সহযোগিতা পায় সে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়।

সভায় সহউপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাত হোসনে আরা, সব স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

পর্যটন শুরু কাল: সেন্ট মার্টিনে জাহাজ চালাবেন না মালিকেরা

ময়মনসিংহের নান্দাইল: শত বছরের হাইত উৎসবে মাছশিকারিদের ঢল

সোয়া লাখের বদলে ৭৫০০ শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র, বেশির ভাগই শ্বেতাঙ্গ আফ্রিকান

অনিশ্চয়তায় ঢাকা বিআরটি কোম্পানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ