Ajker Patrika

আটপাড়ায় সারের দাম বেশি, বিপাকে কৃষক

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ০০
Thumbnail image

নেত্রকোনার আটপাড়া উপজেলায় চলতি বোরো মৌসুমের শুরু থেকেই কৃষকদের জিম্মি করে বাড়তি দামে সার বিক্রি করছেন ডিলাররা। বেশি দামে সার কিনতে গিয়ে কৃষকেরা বিপাকে পড়ছেন।

অভিযোগ রয়েছে, বাড়তি দাম নেওয়ার প্রতিবাদ করলে কৃষকদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। বাধ্য হয়েই অতিরিক্ত দামে সার কিনছেন কৃষকেরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বললে তাঁরা আক্ষেপ করে বলেন, এমনিতে ডিজেলের দাম বেড়েছে। এতে বোরো চাষে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। তার ওপর বাড়তি দামে সার কেনায় চাষের খরচ আরও বেড়ে যাচ্ছে।

কয়েকজন কৃষক অভিযোগ করেন, সরকার প্রতি কেজি টিএসপি ২২ টাকা, ডিএপি ১৬ টাকা ও পটাশ ১৫ টাকা কেজি দরে বিক্রি করার কথা। কিন্তু কোনো ডিলারই এই দামে সার বিক্রি করছেন না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারির অভাবেই ডিলাররা বেশি দামে সার বিক্রির সাহস পাচ্ছেন বলে মনে অভিযোগ কৃষকদের। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।

উপজেলার বানিয়াজান গ্রামের কৃষক রাসেল খান বলেন, ‘সারের দাম এবার অনেক বেশি। বাংলা ডিএপি কিনতে হচ্ছে ৩৬ টাকা কেজি দরে। যা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। এত দাম দিয়ে সার কিনলে ফসল ফলাতে পারব না। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।’

আটপাড়া উপজেলায় ৯টি সারের ডিলার পয়েন্ট রয়েছে। ডিলারদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, সরকার নির্ধারিত মূল্যেই সার বিক্রি করা হচ্ছে। কারও কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘সার বিক্রিতে দাম বেশি নেওয়ার সুযোগ নেই। আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। তারপরও যদি কেউ বেশি দামে সার বিক্রি করার লিখিত অভিযোগ করেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ডিলারদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা সুলতানা বলেন, উপজেলা কৃষি অফিসের সমন্বয়ে মনিটরিং টিমের মাধ্যমে তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত