Ajker Patrika

লোহাগাড়ায় প্রথমবার পেঁয়াজ চাষে বাজিমাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১২: ২৫
লোহাগাড়ায় প্রথমবার পেঁয়াজ চাষে বাজিমাত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ও পদুয়ায় এই প্রথম পেঁয়াজ চাষ শুরু হয়েছে। উপজেলায় ৯৯ শতক জমিতে এবার তিন কৃষক পেঁয়াজ চাষ করেছেন। আধুনগর কুলপাগলী এলাকার কৃষক আবদুল কাদের তাহেরপুরী-১৪ জাতের পেঁয়াজ চাষ করেছেন। প্রথমবারের মতো চাষ করে ফলনও ভালো হয়েছে। জমি থেকে তিনি পেঁয়াজ তোলা ও বিক্রি শুরু করেছেন। কিছুদিনের মধ্যে অন্য দুই কৃষকের ফলন তোলা শুরু হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, কৃষকপর্যায়ে উন্নত ফসল উৎপাদনের লক্ষ্যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় লোহাগাড়া উপজেলায় প্রথমবারের মতো পেঁয়াজ চাষ শুরু হয়। এই উপজেলায় ৯৯ শতক জমিতে পেঁয়াজ চাষ হয়েছে।

জানা গেছে, উপজেলার আধুনগর কুলপাগলী গ্রামের কৃষক আবদুল কাদের উপজেলায় এই প্রথম পেঁয়াজ চাষ করে সফল হয়েছেন। মাত্র ১২৮ দিনের মাথায় জমিতে পেঁয়াজ তোলা শুরু করেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার আধুনগর কুলপাগলী গ্রামের কৃষক আবদুল কাদের প্রথমবার পেঁয়াজ চাষ করেছেন। মাত্র ১২৮ দিনের মধ্যে তিনি পেঁয়াজ তোলা শুরু করেছেন। প্রথমবারের মতো তাঁর খরচ একটু বেশি হলেও ফলন বেশ ভালো হয়েছে। গণ্ডাপ্রতি (২ শতক) ৯০-৯৫ কেজি ফলন আশা করা যায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাঁকে সারসহ সব ধরনের সহযোগিতা করা হয়েছে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, লোহাগাড়া উপজেলার আধুনগর কুলপাগলী গ্রামে এই প্রথম পেঁয়াজের ভালো ফলন হয়েছে জেনে অনেক ভালো লাগছে। তাঁর পেঁয়াজ চাষে সফলতা দেখে অন্যদেরও আগ্রহ বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত