Ajker Patrika

কাল থেকে গ্যাস বন্ধ বিকল্প খুঁজছে মানুষ

মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪: ৪৬
কাল থেকে গ্যাস বন্ধ বিকল্প খুঁজছে মানুষ

ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলায় আগামীকাল রোববার সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত টানা ৩ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ খবরে সিলিন্ডার গ্যাস, কেরোসিনের স্টোভ, রাইস কুকারসহ বিকল্পের ব্যবস্থা করে আগাম প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চারলেন মহাসড়কের উন্নীতকরণ প্রকল্পের জন্য গ্যাস পাইপ লাইনের আপগ্রেডেশন করা হচ্ছে। তাই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কয়েক দিন ধরে এই বিষয়টি উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল এলাকায় মাইকিং করা হচ্ছে। এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরে, হাতের তৈরি মাটির চুলা, সিলিন্ডার গ্যাস, কেরোসিনের স্টোভ, রাইস কুকারের চাহিদা বেড়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল এলাকার বাসিন্দারা আগাম প্রস্তুতি হিসাবে রান্নার এসব সামগ্রী কিনতে ভিড় করছেন বাজারে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ার বাসিন্দা বেবি ইয়াসমিন বলেন, ‘তিন দিনের জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে মাটির চুলা ও লাকড়ি কিনেছি।’

কলেজপাড়ার আয়েশা খানম বলেন, ‘রাইস কুকার কিনেছি, আশা করি সমস্যা হবে না। প্রয়োজন হলে হোটেল থেকে খাবার নিয়ে আসব।’

গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, জেলার আশুগঞ্জ নদী-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চারলেন সড়কের কাজ চলছে। ওই সড়কের ইউটিলিটি শিফটিংয়ের আওতায় সদর উপজেলার ঘাটুরা টিবিএস থেকে পুনিয়াউট নতুন বাইপাস পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মাধ্যমে গ্যাস পাইপলাইনের কাজ করা হবে। ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত এই কাজ করা হবে। এ জন্য তিন দিন ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মোহাম্মদ শফিউল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চারলেন মহাসড়কের উন্নীতকরণ প্রকল্পের জন্য গ্যাস পাইপ লাইনের আপগ্রেডেশন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় গ্যাসের পুরোনো লাইন বদলে নতুন লাইন করা হচ্ছে। আগামী ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত গ্যাস লাইনের হুক-আপ করার কাজ চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত