Ajker Patrika

জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬: ৩৪
জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার নড়াইল জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ায় খুশি দলীয় নেতা-কর্মীরা।

জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে জেলা পরিষদের হলরুমে বেলা ১টায় জেলা আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখার বর্ধিত ও পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সুব্রত পাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ।

সভাটি সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম ও যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান।সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রওশন জামিল রানা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট কাজী বশির আহম্মেদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট শেখ মো. তরিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ. ন. ম. ইমরুল হক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শাহীন আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. সজিবুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য চৈতি রানী বিশ্বাস, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. এবং শেখ জসিম উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...