Ajker Patrika

হাওরে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৬: ১৮
হাওরে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী

কিশোরগঞ্জের অষ্টগ্রামে দেওঘর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী হয়েছেন সালমা পারভীন। তিনি অটোরিকশা প্রতীক নিয়ে লড়ছেন। দেওঘর ইউপিতে সালমাসহ চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অষ্টগ্রামের ইতিহাসে এই প্রথম কোনো নারী চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। সালমা পেশায় একজন পল্লি চিকিৎসক। সাভিয়ানগর বাজারে তাঁর ফার্মেসি রয়েছে।

সালমা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের মেয়ে। বিয়ে হয় অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর গ্রামে। তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন। ২০০৪ সাল থেকে কৃষক স্বামীর সংসারের আয় বাড়াতে পল্লি চিকিৎসকের প্রশিক্ষণ নিয়ে খোলেন ফার্মেসি।

গত বুধবার দুপুরে দেওঘর পূর্ব সোনারুহাটি এলাকায় নির্বাচনী প্রচারে দেখা হয় সালমা পারভীনের সঙ্গে। তিনি জানান, ৫ বছর আগে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন। তখন থেকেই মানুষের ভালোবাসায় চেয়ারম্যান পদে নির্বাচন করার অনুপ্রেরণা পেয়েছেন।’

জানতে চাইলে সালমা পারভীন বলেন, ‘নারীরা অবহেলিত। নারীদের অনুপ্রেরণায় আমি প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে নারী-পুরুষ সমতার সমাজ ব্যবস্থা গড়তে কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত