Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
 
লাভ স্টোরিজ (বাংলা সিনেমা)
অভিনয়ে: পরীমণি, এবিএম সুমন, দীঘি, নিলয়, সাবিলা নূর, পলাশ, পারসা ইভানা।
দেখা যাবে: বঙ্গ বিডি
গল্পসংক্ষেপ: অ্যানথলজি এই ওয়েব সিনেমায় আছে চার নির্মাতার চারটি গল্প। গিয়াস উদ্দিন সেলিম বানিয়েছেন ‘গাঁইয়া’, মিজানুর রহমান আরিয়ান ‘বুকিং’, ভিকি জাহেদ ‘এক্সট্রা’ ও কাজল আরেফিন অমির ‘দুঃখিত’। ভিন্ন ভিন্ন চারটি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। 
 
আরারাত (বাংলা সিরিজ)
অভিনয়ে: শ্যামল মাওলা, মেহজাবীন, আজিজুল হাকিম
দেখা যাবে: বিঞ্জ
গল্পসংক্ষেপ: রুপা ও রিফাতকে ঘিরে এগিয়েছে সিরিজের গল্প। প্রেম করে বিয়ে করেছে তারা। ভালোই চলছিল সংসার। এর মধ্যে হঠাৎ সামনে আসে অনাকাঙ্ক্ষিত এক সত্য। সেটাকে ঘিরেই তৈরি হয় জটিলতা। 
 
কেমেস্ট্রি মাসি (বাংলা সিরিজ)
অভিনয়ে: দেবশ্রী রায়, শঙ্কর চক্রবর্তী, শ্রেয়া ভট্টাচার্য, সৌম্য মুখোপাধ্যায়
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: কোভিড-পরবর্তী সময়ে অনলাইন কোচিং, মাস্টারক্লাসসহ একাধিক নতুন নতুন বিষয় প্রতিষ্ঠা পেয়েছে। সেই সঙ্গে গুগল, ইউটিউবনির্ভর নানা কর্মাকাণ্ড তো আছেই! যেসব ছাত্র-ছাত্রী নামীদামি কোচিং সেন্টারে পড়তে যেতে পারে না বা অনলাইন কোচিং ক্লাসে ভর্তি হতে পারে না, তাদের জন্য ইউটিউবে সাহস করে একটি পড়ানোর চ্যানেল চালু করেন সুচরিতা লাহিড়ী। এরপরই নানা সমস্যা এসে জীবন অতিষ্ঠ করে তোলে তার। 
 
ডানকি (হিন্দি সিনেমা)
অভিনয়ে: শাহরুখ খান, তাপসী পান্নু, ভিকি কৌশল
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: উন্নত জীবনের আশায় হার্ডির চার বন্ধু মানু, বগ্গু, বাল্লি ও সুখি যেতে চায় ইউরোপে। এই সিদ্ধান্তই বদলে দেয় তাদের জীবন। সবার স্বপ্নপূরণের ভার নিজের কাঁধে তুলে নেয় হার্ডি। অবৈধ পথে ইউরোপে রওনা দেয় তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত