কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের গুরুত্বপূর্ণ পাঁচটি মোড়ে নেই ট্রাফিক পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ট্রাফিক আইন অমান্য করেই চলে যানবাহন ও জনগণ। ফলে প্রায়ই সড়কটিতে দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার আয়তাধীন টোলপ্লাজা, আলাউদ্দীন নগর মোড়, কাজীপাড়া মোড়, গোল চত্বর ও বাটিকামারা রেলগেটের মতো ব্যস্ত মোড়গুলোতে নেই ট্রাফিক পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ নিয়োগের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কটি সংস্কার করার পর যানবাহনের ব্যস্ততা আরও বেড়েছে। নিয়মানুযায়ী গোলচত্বর এলাকায় যানবাহন গুলো ধীর গতিতে চলাচল করার কথা। কিন্তু সেখানেই যানবাহনগুলো দ্বিগুণ গতিতে চলছে। যানজট আর জনসমাগম লেগেই আছে। অথচ সেখানে কোনো ট্রাফিক পুলিশ নেই।
রফিক নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘বাসস্ট্যান্ড এলাকাটি খুবই ব্যস্ত। সব সময় যানজট, যানবাহন ও জনসমাগম থাকে। কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই। ফলে প্রায় ঘটছে প্রাণহানির ঘটনা। তিনি আরও জানান, ছয় মাস আগে পুলিশের ওপেন হাউস ডেতে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) ট্রাফিক পুলিশ নিয়োগের কথা দিয়েছিলেন। কিন্তু তার বাস্তবায়ন আজও হয়নি।
কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ বলেন, ‘পুলিশের এক ওপেন হাউস ডে প্রোগ্রামে এসপি কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশ নিয়োগের কথা দিয়েছিলেন; কিন্তু বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আবার কথা বলা হবে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘শুনেছি আমি যোগদানের পূর্বে এসপি স্যার কথা দিয়েছিলেন। কিন্তু জানি না কেন এখনো বাস্তবায়িত হয়নি। বিষয়টি নিয়ে স্যারের সঙ্গে পুনরায় কথা বলব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। আশা করি খুব দ্রুতই এলাকাবাসীর দাবিগুলো পূরণ হবে।’
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের গুরুত্বপূর্ণ পাঁচটি মোড়ে নেই ট্রাফিক পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ট্রাফিক আইন অমান্য করেই চলে যানবাহন ও জনগণ। ফলে প্রায়ই সড়কটিতে দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার আয়তাধীন টোলপ্লাজা, আলাউদ্দীন নগর মোড়, কাজীপাড়া মোড়, গোল চত্বর ও বাটিকামারা রেলগেটের মতো ব্যস্ত মোড়গুলোতে নেই ট্রাফিক পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ নিয়োগের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কটি সংস্কার করার পর যানবাহনের ব্যস্ততা আরও বেড়েছে। নিয়মানুযায়ী গোলচত্বর এলাকায় যানবাহন গুলো ধীর গতিতে চলাচল করার কথা। কিন্তু সেখানেই যানবাহনগুলো দ্বিগুণ গতিতে চলছে। যানজট আর জনসমাগম লেগেই আছে। অথচ সেখানে কোনো ট্রাফিক পুলিশ নেই।
রফিক নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘বাসস্ট্যান্ড এলাকাটি খুবই ব্যস্ত। সব সময় যানজট, যানবাহন ও জনসমাগম থাকে। কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই। ফলে প্রায় ঘটছে প্রাণহানির ঘটনা। তিনি আরও জানান, ছয় মাস আগে পুলিশের ওপেন হাউস ডেতে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) ট্রাফিক পুলিশ নিয়োগের কথা দিয়েছিলেন। কিন্তু তার বাস্তবায়ন আজও হয়নি।
কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ বলেন, ‘পুলিশের এক ওপেন হাউস ডে প্রোগ্রামে এসপি কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশ নিয়োগের কথা দিয়েছিলেন; কিন্তু বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আবার কথা বলা হবে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘শুনেছি আমি যোগদানের পূর্বে এসপি স্যার কথা দিয়েছিলেন। কিন্তু জানি না কেন এখনো বাস্তবায়িত হয়নি। বিষয়টি নিয়ে স্যারের সঙ্গে পুনরায় কথা বলব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। আশা করি খুব দ্রুতই এলাকাবাসীর দাবিগুলো পূরণ হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫