Ajker Patrika

উপজেলার চেয়ারম্যান কারাগারে

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১২: ২৮
উপজেলার চেয়ারম্যান কারাগারে

দলিল জালিয়াতি মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট রাজিব দেব এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, পেকুয়ার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনার বাসিন্দা শাকেরা বেগম বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দলিল জালিয়াতি একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত করে প্রতিবেদন জমা দিলে আদালত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সমন জারি করেন। আসামি হাজির না হওয়ায় পরে আদালত পরোয়ানা জারি করেন। পরে জাহাঙ্গীর আলম হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন। শর্তানুযায়ী গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহাঙ্গীর আলম। এ সময় আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত