বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা কয়েক দিনের বৃষ্টিতে কৃষকের স্বপ্নের ধান এখন হাঁটু পানির নিচে। কৃষকের কষ্টে রোপণ করা আমন ধান পাকায় হওয়ায় কাটতে শুরু করেছিলেন তাঁরা। রাজবাড়ীর বালিয়াকান্দি অনেকে ৪০-৬০ ভাগ ধান বাড়িতে নিলেও অনেকেই কেটে মাঠে শুকানোর জন্য রেখেছিলেন। পাশাপাশি পেঁয়াজের বীজতলা ও মুড়িকাটা পেঁয়াজ চাষাবাদ শুরু হয়েছিল। এরই মধ্যে হঠাৎ শুরু হয় বৃষ্টি। আর তাতেই যেন কৃষকের স্বপ্ন ভঙ্গের শুরু।
গত শনিবার হালকা বৃষ্টি থেকে শুরু হলেও রোববার থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। অবিরাম পরছেই। আর এটাই কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকদের।
গতকাল সোমবার সকালে উপজেলার নারুয়া, জামালপুর, নবাবপুর, বালিয়াকান্দির বিভিন্ন মাঠে ও বিলে গিয়ে দেখা যায়, অনেকের ধান হাঁটু পানিতে ভাসছে। কেউ কেউ বৃষ্টি থেকে রক্ষার জন্য তাবু দিয়ে ঢাকলেও তাতে কোনো কাজ হচ্ছে না। পুরো ধানই ভিজে যাচ্ছে। অন্যদিকে পেঁয়াজের গোড়ায় জমছে পানি।
স্থানীয় কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবি ও সোমবার ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন বিলের কয়েক শ হেক্টর আমনের জমি প্লাবিত হয়। এসব জমির পাকা ধান পানিতে তলিয়ে যায়।
কৃষক মানিক জানান, তিনি ১০০ শতাংশ জমিতে আমন ধান আবাদ করেছেন। কিন্তু বৃষ্টিতে তাঁর সব জমি তলিয়ে গেছে। তিনি মাত্র ১৮ শতাংশ জমির ধান কাটতে পেরেছেন। অবশিষ্ট জমির ধান এখনো পানির নিচে।
কৃষক রবিউল বলেন, তাঁরা ৩০ শতক মুড়িকাটা পেঁয়াজ লাগিয়েছিলেন। বৃষ্টিতে এই পেঁয়াজের গোড়ায় পানি জমছে। আর পানি জমার ফলে পেঁয়াজ গাছগুলো মরে যাবে বলে আশঙ্কা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বৃষ্টিতে বালিয়াকান্দির বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। উপজেলায় ১ হাজার ১০০ হেক্টর মুড়িকাটা পেঁয়াজ লাগানো হয়েছে। যা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সোমবার সন্ধ্যার মধ্যে বৃষ্টি কমলে ফসলের তেমন কোনো সমস্যা হবে না। তবে হালি পেঁয়াজের বীজতলা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা কয়েক দিনের বৃষ্টিতে কৃষকের স্বপ্নের ধান এখন হাঁটু পানির নিচে। কৃষকের কষ্টে রোপণ করা আমন ধান পাকায় হওয়ায় কাটতে শুরু করেছিলেন তাঁরা। রাজবাড়ীর বালিয়াকান্দি অনেকে ৪০-৬০ ভাগ ধান বাড়িতে নিলেও অনেকেই কেটে মাঠে শুকানোর জন্য রেখেছিলেন। পাশাপাশি পেঁয়াজের বীজতলা ও মুড়িকাটা পেঁয়াজ চাষাবাদ শুরু হয়েছিল। এরই মধ্যে হঠাৎ শুরু হয় বৃষ্টি। আর তাতেই যেন কৃষকের স্বপ্ন ভঙ্গের শুরু।
গত শনিবার হালকা বৃষ্টি থেকে শুরু হলেও রোববার থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। অবিরাম পরছেই। আর এটাই কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকদের।
গতকাল সোমবার সকালে উপজেলার নারুয়া, জামালপুর, নবাবপুর, বালিয়াকান্দির বিভিন্ন মাঠে ও বিলে গিয়ে দেখা যায়, অনেকের ধান হাঁটু পানিতে ভাসছে। কেউ কেউ বৃষ্টি থেকে রক্ষার জন্য তাবু দিয়ে ঢাকলেও তাতে কোনো কাজ হচ্ছে না। পুরো ধানই ভিজে যাচ্ছে। অন্যদিকে পেঁয়াজের গোড়ায় জমছে পানি।
স্থানীয় কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবি ও সোমবার ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন বিলের কয়েক শ হেক্টর আমনের জমি প্লাবিত হয়। এসব জমির পাকা ধান পানিতে তলিয়ে যায়।
কৃষক মানিক জানান, তিনি ১০০ শতাংশ জমিতে আমন ধান আবাদ করেছেন। কিন্তু বৃষ্টিতে তাঁর সব জমি তলিয়ে গেছে। তিনি মাত্র ১৮ শতাংশ জমির ধান কাটতে পেরেছেন। অবশিষ্ট জমির ধান এখনো পানির নিচে।
কৃষক রবিউল বলেন, তাঁরা ৩০ শতক মুড়িকাটা পেঁয়াজ লাগিয়েছিলেন। বৃষ্টিতে এই পেঁয়াজের গোড়ায় পানি জমছে। আর পানি জমার ফলে পেঁয়াজ গাছগুলো মরে যাবে বলে আশঙ্কা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বৃষ্টিতে বালিয়াকান্দির বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। উপজেলায় ১ হাজার ১০০ হেক্টর মুড়িকাটা পেঁয়াজ লাগানো হয়েছে। যা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সোমবার সন্ধ্যার মধ্যে বৃষ্টি কমলে ফসলের তেমন কোনো সমস্যা হবে না। তবে হালি পেঁয়াজের বীজতলা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪