সম্পাদকীয়
লক্ষ্মীপুরে ফেরদৌসী মজুমদারের বাপের বাড়ি। সেখানে যাওয়া হয়নি কোনো দিন। ফেরদৌসীর বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাই বাড়ির নাম ‘ডিপটি বাড়ি’।১৯৯৭ সালে লক্ষ্মীপুরে থিয়েটারের ক্লাস নিতে গেছেন ফেরদৌসী মজুমদার। তখনই প্রথম বাপের ভিটা দর্শন হলো। বাড়িটি ছিল সোমপাড়া, গোপাইরবাগে।
ফেরদৌসী মজুমদার তাঁর দুই ঘণ্টার ক্লাস নিয়েছেন। এবার ক্লাস নেবেন রামেন্দু মজুমদার। রামেন্দু মজুমদারই বললেন, ‘যাও, বাপের ভিটা থেকে ঘুরে এসো।’ সেখানে ছিলেন ফেরদৌসীর চাচাতো ভাইয়ের মেয়ে হাসিনা। তিনি এসেছিলেন তাঁর এগারো বছর বয়সী মেয়েকে নিয়ে। তাঁরই সঙ্গে লক্ষ্মীপুর থেকে কুড়ি কিলোমিটার দূরের গ্রামের বাড়ির পথে চললেন ফেরদৌসী।
একটা জায়গায় যাওয়ার পর গাড়ি আর সামনে এগোয় না। কাঁচা পথটুকু হেঁটেই পাড়ি দিতে হবে। হাসিনা তাঁর মেয়েকে বললেন, ‘যাও, তুমি দৌড়াইয়া গিয়া তোমার নানুরে খবর দাও—বলো, দেখেন কে আসছে।’
নানু (মানে ফেরদৌসীর চাচাতো ভাইয়ের বউ) এসে জড়িয়ে ধরলেন ফেরদৌসীকে। তাঁর একেবারে আকর্ণবিস্তৃত হাসি। কচি কলাপাতা রঙের শাড়ি তাঁর পরনে। বাড়িতে ঢুকতেই পাঁচ মিনিটের মধ্যে পুরো পাড়া যেন ভেঙে পড়ল বাড়িতে। সবাই এক নজর দেখতে চায় ফেরদৌসীকে।
ফেরদৌসীর আরেক চাচাতো ভাই বসু ভাইকে খবর পাঠানো হলো। তিনি তখন মসজিদে। ফেরদৌসী এসেছে শুনে সাদা দাঁড়ি সাদা চুলের এই থুড়থুড়ে বুড়ো পড়ি কি মরি বলে লাঠিতে ভর দিয়ে দৌড়ে এলেন। এসেই ফেরদৌসীকে বুকে জড়িয়ে ধরে আনন্দে হাউ হাউ করে কেঁদে বলতে লাগলেন, ‘এইডা কি স্বপ্ন না হাছা? আঁই বোধ হয় তোঁয়ারে দেখনের লাই বাঁচি রইছি।’
এ সময় গ্লাসে করে শরবত বা ঘোলজাতীয় কী এক পানীয় এল। ফেরদৌসীর খেতে ইচ্ছে করল না। কিন্তু হঠাৎ নাকে ঘন দুধের সরের পরিচিত গন্ধটা আসতেই তিনি বললেন, ‘খাব। দ্যান।’
ছোটবেলায় দুধ জ্বাল দিলে এই গন্ধটা পাওয়া যেত। এ যেন অমৃত!
সূত্র: ফেরদৌসী মজুমদার, মনে পড়ে, পৃষ্ঠা ৩৭-৩৯
লক্ষ্মীপুরে ফেরদৌসী মজুমদারের বাপের বাড়ি। সেখানে যাওয়া হয়নি কোনো দিন। ফেরদৌসীর বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাই বাড়ির নাম ‘ডিপটি বাড়ি’।১৯৯৭ সালে লক্ষ্মীপুরে থিয়েটারের ক্লাস নিতে গেছেন ফেরদৌসী মজুমদার। তখনই প্রথম বাপের ভিটা দর্শন হলো। বাড়িটি ছিল সোমপাড়া, গোপাইরবাগে।
ফেরদৌসী মজুমদার তাঁর দুই ঘণ্টার ক্লাস নিয়েছেন। এবার ক্লাস নেবেন রামেন্দু মজুমদার। রামেন্দু মজুমদারই বললেন, ‘যাও, বাপের ভিটা থেকে ঘুরে এসো।’ সেখানে ছিলেন ফেরদৌসীর চাচাতো ভাইয়ের মেয়ে হাসিনা। তিনি এসেছিলেন তাঁর এগারো বছর বয়সী মেয়েকে নিয়ে। তাঁরই সঙ্গে লক্ষ্মীপুর থেকে কুড়ি কিলোমিটার দূরের গ্রামের বাড়ির পথে চললেন ফেরদৌসী।
একটা জায়গায় যাওয়ার পর গাড়ি আর সামনে এগোয় না। কাঁচা পথটুকু হেঁটেই পাড়ি দিতে হবে। হাসিনা তাঁর মেয়েকে বললেন, ‘যাও, তুমি দৌড়াইয়া গিয়া তোমার নানুরে খবর দাও—বলো, দেখেন কে আসছে।’
নানু (মানে ফেরদৌসীর চাচাতো ভাইয়ের বউ) এসে জড়িয়ে ধরলেন ফেরদৌসীকে। তাঁর একেবারে আকর্ণবিস্তৃত হাসি। কচি কলাপাতা রঙের শাড়ি তাঁর পরনে। বাড়িতে ঢুকতেই পাঁচ মিনিটের মধ্যে পুরো পাড়া যেন ভেঙে পড়ল বাড়িতে। সবাই এক নজর দেখতে চায় ফেরদৌসীকে।
ফেরদৌসীর আরেক চাচাতো ভাই বসু ভাইকে খবর পাঠানো হলো। তিনি তখন মসজিদে। ফেরদৌসী এসেছে শুনে সাদা দাঁড়ি সাদা চুলের এই থুড়থুড়ে বুড়ো পড়ি কি মরি বলে লাঠিতে ভর দিয়ে দৌড়ে এলেন। এসেই ফেরদৌসীকে বুকে জড়িয়ে ধরে আনন্দে হাউ হাউ করে কেঁদে বলতে লাগলেন, ‘এইডা কি স্বপ্ন না হাছা? আঁই বোধ হয় তোঁয়ারে দেখনের লাই বাঁচি রইছি।’
এ সময় গ্লাসে করে শরবত বা ঘোলজাতীয় কী এক পানীয় এল। ফেরদৌসীর খেতে ইচ্ছে করল না। কিন্তু হঠাৎ নাকে ঘন দুধের সরের পরিচিত গন্ধটা আসতেই তিনি বললেন, ‘খাব। দ্যান।’
ছোটবেলায় দুধ জ্বাল দিলে এই গন্ধটা পাওয়া যেত। এ যেন অমৃত!
সূত্র: ফেরদৌসী মজুমদার, মনে পড়ে, পৃষ্ঠা ৩৭-৩৯
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫