Ajker Patrika

সড়কে গণডাকাতি যান লুট, আহত ৮

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৯
সড়কে গণডাকাতি যান লুট, আহত ৮

নরসিংদীর মনোহরদীতে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন কাজী আকরাম হোসেন নামে এক বক্তা এবং তাঁর সঙ্গীরা। গত রোববার রাত ১টার দিকে লেবুতলা ইউনিয়নের সাগরদী-চকবাজার সড়কের নরেন্দ্রপুর আখড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা প্রাইভেট কারে থাকা চারজনের মোবাইল ফোন এবং টাকা ছিনিয়ে নেন।

এ ছাড়া কয়েকজনকে কুপিয়ে এবং মারপিট করে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, রোববার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত নরেন্দ্রপুর আখড়াসংলগ্ন এলাকায় গণডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় ৭-৮ জন আহত হন। ডাকাত দল পথচারীদের মারপিট করে টাকা, দুটি অটোরিকশা, মোবাইল ফোনসহ ৬ লক্ষাধিক টাকার পণ্যসামগ্রী লুট করে নিয়ে যায়।

রাত ১টার দিকে নরেন্দ্রপুর এলাকা থেকে মাহফিল শেষ করে নিজ বাড়িতে ফেরার পথে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত রামদা, লোহার পাইপ, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে রাস্তার ঢালু থেকে উঠে এসে একটি প্রাইভেট কারের গতিরোধ করে। পরে গাড়ির ভেতরে থাকা সবাইকে মারধর করে মোবাইল ফোন এবং টাকা ছিনিয়ে নেন।

এ ঘটনায় আহতরা হলেন লেবুতলা ইউনিয়নের দাইরেরপাড় গ্রামের মাওলানা কাজী আকরাম হোসেন, দক্ষিণ নরেন্দ্রপুর গ্রামের আফতাব উদ্দিন, চালাকচর গ্রামের মাওলানা সাইফুল্লাহ প্রধান, হাতিরদিয়ার উজ্জ্বল মিয়া। তাঁদের মধ্যে গুরুতর আহত উজ্জ্বল মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত আফতাব উদ্দিন বলেন, ‘বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে নরেন্দ্রপুর আখড়ার কাছে মুখোশধারী ডাকাতেরা আমাকে ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন, ৫ হাজার টাকা এবং বাইসাইকেল ছিনিয়ে নেয়।’

আফতাব উদ্দিন আরও বলেন, ‘ডাকাতেরা আমাদের পাশের কলাবাগানে হাত-পা-মুখ বেঁধে ফেলে রাখে। ওইখানে আরও ৫-৬ জনকে একই অবস্থায় ফেলে রাখতে দেখেছি। পরে নিজেরা বাঁধন খুলে নেন।’

এ বিষয়ে মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত