Ajker Patrika

ফুটবল প্রতীকের দুই প্রার্থী সদস্য নির্বাচিত

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১০: ০৬
ফুটবল প্রতীকের দুই প্রার্থী সদস্য নির্বাচিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ ও ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনের মেম্বর পদে পুনর্নির্বাচনের ভোট গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে হয়। এ সময় ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়ই হয় ভোটগ্রহণ।

১ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনের মেম্বর পদে সোহেল মোল্লা (ফুটবল) ও ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনের মেম্বর পদে পান্নু ভূইয়া (ফুটবল) নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ১১ নভেম্বর নির্বাচনে রত্নপুর ইউনিয়নের এই দুই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পান। দুই ওয়ার্ডের চার প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

বারপাইকা মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কোলে চড়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে শতবর্ষী কুমুদীনি জানান, তার বয়সের মধ্যে ভোটের এমন সুষ্ঠু পরিবেশ তিনি দেখেননি।

একইভাবে বেলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাঠি ভর দিয়ে বৃদ্ধা আনোয়ারা বেগম ও আসমা বেগম রেনু ভোট দিতে আসেন।

প্রশাসনের পক্ষ থেকে দুটি কেন্দ্রে দুজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক অবস্থান করা ছাড়াও পর্যাপ্ত পুলিশ সদস্য, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যেরা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) মো. আব্দুর রব হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার প্রতিটি কেন্দ্রে পরিদর্শন করেন।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম জানান, ১ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে মেম্বার প্রার্থী আজিজুল ইসলাম ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সোহেল মোল্লা এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে মেম্বার প্রার্থী রাফিন সেরনিয়াবাত ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান্নু ভূইয়া সমান ভোট পান। নির্বাচন কমিশনারের নির্দেশে পুনরায় বুধবার ভোট হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত