মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজারে মুরগির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি মুরগির দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মুরগি।
যথাযথ বাজার তদারকি না থাকায় এবং কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীর অপতৎপরতায় মুরগির বাজার অস্থির হয়ে উঠেছে বলে অভিযোগ ভোক্তাদের।
সরেজমিনে মিরপুর তহ বাজার ঘুরে দেখা যায়, সব রকম মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছ। এ ছাড়াও উপজেলার, নিমতলা, নওপাড়া, আমলা, মসান বাজারে গিয়ে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা। যদিও গত সপ্তাহে এ জাতীয় মুরগির দাম ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। আর মাসের শুরুতে ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে।
অন্যদিকে, কক ও সোনালি মুরগির দামও বেড়েছে। চলতি মাসে প্রথম দিকে ২১০ থেকে ২৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া সোনালি মুরগির দাম কয়েক দফা বেড়েছে। বর্তমানে এ ধরেনর মুরগি ২৯০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সুলতান পুর গ্রামের মুরগি ক্রেতা কুদরতে খোদা সবুজ জানান, সব ধরনের মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। বাজার তদারকির অভাবে মুরগির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মুরগির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হলে নিয়মিত বাজার তদারকির দরকার।
পাহাড়পুর গ্রামের আবদুল্লাহ জানান, আমরা গরিব মানুষ গরু, ছাগলের গোশত কেনার সামর্থ্য নাই। মাঝে মধ্যে ব্রয়লার কিনে খাই। এখন ব্রয়লার মুরগির যে দাম তা আমাদের সাধ্যের বাইরে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজারে মুরগির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি মুরগির দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মুরগি।
যথাযথ বাজার তদারকি না থাকায় এবং কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীর অপতৎপরতায় মুরগির বাজার অস্থির হয়ে উঠেছে বলে অভিযোগ ভোক্তাদের।
সরেজমিনে মিরপুর তহ বাজার ঘুরে দেখা যায়, সব রকম মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছ। এ ছাড়াও উপজেলার, নিমতলা, নওপাড়া, আমলা, মসান বাজারে গিয়ে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা। যদিও গত সপ্তাহে এ জাতীয় মুরগির দাম ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। আর মাসের শুরুতে ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে।
অন্যদিকে, কক ও সোনালি মুরগির দামও বেড়েছে। চলতি মাসে প্রথম দিকে ২১০ থেকে ২৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া সোনালি মুরগির দাম কয়েক দফা বেড়েছে। বর্তমানে এ ধরেনর মুরগি ২৯০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সুলতান পুর গ্রামের মুরগি ক্রেতা কুদরতে খোদা সবুজ জানান, সব ধরনের মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। বাজার তদারকির অভাবে মুরগির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মুরগির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হলে নিয়মিত বাজার তদারকির দরকার।
পাহাড়পুর গ্রামের আবদুল্লাহ জানান, আমরা গরিব মানুষ গরু, ছাগলের গোশত কেনার সামর্থ্য নাই। মাঝে মধ্যে ব্রয়লার কিনে খাই। এখন ব্রয়লার মুরগির যে দাম তা আমাদের সাধ্যের বাইরে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫