Ajker Patrika

নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেপ্তার ৪

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ৪৩
নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতার মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, নেকমরদ ঘনশ্যামপুর এলাকার আবুল হোসেন, শাহ আলম, আব্দুল হালিম ও হানিফ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা থানা উপপরিদর্শক বদিউজ্জামান। তিনি জানান, আসামিদের গতকাল সোমবার ঠাকুরগাঁও আদালতে তোলা হয়।

এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নেকমরদ ইউনিয়ন পরিষদের নির্বাচনের পাঁচ নম্বর ওয়ার্ডের ঘনশ্যামপুর জে কোকিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ইউপি সদস্যেদের ফলাফল ঘোষণার সময় সহিংসতার ঘটনা ঘটে। এ সময় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা সমাজ সেবার জুনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা ও ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হেলাল উদ্দীন বাদী হয়ে ১৪ জনের নামে ও ৩০০ থেকে ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে পরের দিন শুক্রবার রাণীশংকৈল থানায় মামলা করেন।

থানা ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫টি ইউপিতে গত বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন নেকমরদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জে কোকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট শেষে গণনার পর ইউপি সদস্যের ফলাফল নিয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মতিউর রহমানের লোকজন বিজয়ী ইউপি সদস্য রাজেন্দ্র নাথের ফলাফল মেনে নিতে পারেননি।

এ সময় তাঁরা পুনরায় ফলাফল ঘোষণার জন্য আবেদন জানালেও প্রিসাইডিং কর্মকর্তা তাতে রাজি হননি। পরে পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকেরা উত্তেজিত হন। তাঁরা অভিযোগ তুলে বিজয়ী প্রার্থী কোনোভাবেই ভোটে জয়ী হয়নি বলে দাবি করে প্রিসাইডিংসহ প্রশাসনের লোকদের অবরুদ্ধ করে রাখেন পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে তাঁদের উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত