Ajker Patrika

রাণীশংকৈলে ৬৪ এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২২: ৪৯
রাণীশংকৈলে ৬৪ এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

করোনার বিধিনিষেধ মেনে সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গতকাল রোববার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই ৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলার ৫৪টি উচ্চবিদ্যালয়ের ২ হাজার ৫০৪ জন পরীক্ষার্থী ৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে আসতে দেখা যায়। দীর্ঘদিন পর পরীক্ষা দিতে পেরে পরীক্ষার্থী ও অভিভাবকেরা খুশি প্রকাশ করেন।

গতকাল রাণীশংকৈল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৫ জন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৩ জন, বিএম কারিগরি কেন্দ্রে ১৫ জন, আবাদতাকিয়া মাদ্রাসা কেন্দ্রে ২৩ জন, নেকমরদ সরকারি আলিমুদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৫ জন নেকমরদ কুসুমউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৪ জন, নেকমরদ কারিগর কেন্দ্রে ৯ জনসহ ৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ১০টায় পরীক্ষা আরম্ভ হয়ে যথা সময়ে শেষ হয়। প্রথম দিনে ৭টি কেন্দ্রে ৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়টি তিনি নিশ্চিত করেন। পরবর্তীতেও স্বাস্থ্যবিধি পরীক্ষা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত