Ajker Patrika

‘সরকার শীতার্তদের পাশে রয়েছে’

তেরখাদা প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১২: ৩১
‘সরকার শীতার্তদের পাশে রয়েছে’

খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শীতার্তদের পাশে রয়েছে। প্রতিটি এলাকায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।’

গত বুধবার তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়ন কামারল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংসদের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।

এদিন তিনি বিকেলে সাচিয়াদহ ইউনিয়নে প্রায় ১ হাজার ২০০ দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সাংসদ সমাজের দরিদ্র, অসহায় ও দুস্থদের শীতের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. বুলবুল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. মোতালেব হোসেন, এমপির কো–অর্ডিনেটর নোমান ওসমানী রিচি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শরাফাত হোসেন মুক্তি, আওয়ামী লীগ নেতা মাও. আব্দুর রাজ্জাক রাজা, বি এম ছমির উদ্দিন, অনাদী মোহন বিশ্বাস, আছাদ শেখ, সালাম মুর্শেদী সেবা সংঘের পরিচালক সামছুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মইন উদ্দিন, ইউপি সদস্য খোকন শেখ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত