Ajker Patrika

মরক্কোতে সম্মানিত রণবীর

মরক্কোতে  সম্মানিত রণবীর

মারাক্কেশ ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। আগামী ১১ থেকে ১৯ নভেম্বর মরক্কোতে বসবে উৎসবের ১৯তম আসর। এই উৎসবে সম্মানিত হতে যাচ্ছেন বলিউড তারকা রণবীর সিং। রণবীরের সঙ্গে এই বিশেষ সম্মানের শরিক হবেন স্কটল্যান্ডের অভিনেত্রী টিলডা সুইনটন, মার্কিন পরিচালক জেমস গ্যারি ও মরক্কোর পরিচালক ফরিদা বেনলিয়াজিদ।

উৎসবের আয়োজকেরা জানিয়েছেন, মনোনীত চারজনকেই এলিয়ট ডি’অর বা স্বর্ণতারা ফলক দেওয়া হবে। চলচ্চিত্রের দুনিয়ায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের এই স্বীকৃতি দেওয়া হচ্ছে। এর আগে ভারতীয়দের মধ্যে এই সম্মান পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও আমির খান।

উৎসব আয়োজকদের মতে, হিন্দি সিনেমার ইতিহাসে উল্কার মতো যে কয়েকজন অভিনেতার উদয় হয়েছে, রণবীর সিং তাঁদের অন্যতম। মরক্কোতে এবং বিশেষ করে মারাক্কেশ ফিল্ম ফেস্টিভ্যালে হিন্দি সিনেমার অনেক অনুরাগী রয়েছেন। তাঁরা রণবীরের ‘ব্যান্ড বাজা বারাত’, ‘রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘গাল্লিবয়’, ‘৮৩’-র মতো সিনেমা দারুণ পছন্দ করেছেন।

রণবীর এই মুহূর্তে রোহিত শেঠির পরিচালনায় ‘সার্কাস’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। বিশেষ প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছেন, ‘এই ভালোবাসার পুরস্কার নেওয়ার জন্য অপেক্ষায় আছি। আমি প্রাণভরা ভালোবাসা জানাচ্ছি তাঁদের। আফ্রিকা থেকে স্বীকৃতি পাচ্ছি, মানে আমার কাজ ভৌগোলিক সীমারেখা অতিক্রম করতে সক্ষম হয়েছে।

এটা ভেবে স্বস্তি পাচ্ছি।’

৩৭ বছর বয়সী এই অভিনেতা চলচ্চিত্র উৎসব চলাকালীন বিশেষ কথোপকথনে অংশ নেবেন। সেই অনুষ্ঠানে থাকবেন আন্তর্জাতিক সিনেমার একাধিক বিশিষ্টজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত