Ajker Patrika

প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী নারীরা

আব্দুল আউয়াল, বানারীপাড়া
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১১: ১১
প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী নারীরা

উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক কর্মসংস্থান প্রশিক্ষণ প্রকল্প নিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। এই প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন বানারীপাড়ার নারীরা।

জানা যায়, বাংলাদেশের ৪৩১টি উপজেলায় ২০১৮ সালের এপ্রিল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। ফ্যাশন ডিজাইন, গাড়ি চালনা, ব্লক বাটিক, মাশরুম চাষ, রূপচর্চা, হস্তশিল্প মোবাইল সার্ভিসিসহ দশটি বিভাগে দেওয়া হয় প্রশিক্ষণ। প্রতিটি বিভাগে বিনা মূল্যে ২৫ জন করে প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। তিন মাসে, প্রত্যেকদিন ৬ ঘণ্টা করে প্রশিক্ষণার্থীদের ৩৬০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের পাশাপাশি হাজিরা প্রতি বর্তমানে ২০০ টাকা করে তিন মাসব্যাপী ক্লাস করার পর ১২ হাজার হাজার টাকাসহ সনদপত্র দেওয়া হয়। এ টাকা ও সনদপত্র পেয়ে অনেক নারীরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরি হয়েছেন।

এমনই একজন বানারীপাড়া সদর ইউনিয়নের নীলিমা সরকার। তিনি জানান, সেলাইয়ের কাজ শিখে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছেন। বর্তমানে প্রতি মাসে ৬-৭ হাজার টাকা আয় করেন এবং বাসায় অন্য মহিলাদের কাজ শিখিয়ে উপার্জন করেন।

ব্লক বাটিক ও ফ্যাশন ডিজাইনিংয়ের প্রশিক্ষণ নিয়েছেন তাহমিনা তানজিলা। তিনি বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বলেন, ‘মহিলা বিষয়ক অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে টাকা ও সনদপত্র পেয়েছি। বর্তমানে আমি অনলাইন ব্যবসা করি ও উদ্যোক্তা হয়েছি। আমার মাসিক আয় ১০০০০-১২০০০ টাকা।’

ফুড প্রসেসিং ১২ তম ব্যাচের প্রশিক্ষণার্থী সুখী খানম বলেন, ‘আমি নদীর ওপার সৈয়দকাঠী ইউনিয়ন অজপাড়া গাঁ থেকে এসে সন্ধ্যা নদী পাড়ি দিয়ে প্রশিক্ষণ নিচ্ছি। যত্নের সঙ্গে কাজ শিখছি ও আমাদের ম্যাডামেরা আন্তরিকতার সঙ্গে কাজ শেখাচ্ছেন। আমাদের মত অসহায় ও সুবিধাবঞ্চিত নারীরা এ প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে বেশ উপকৃত হচ্ছেন।

ফ্যাশন ডিজাইনিং ট্রেডের প্রশিক্ষক উম্মে হাবিবা ঈশিতা বলেন, ‘আমি শুরু থেকেই বানারীপাড়া উপজেলায় প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি। এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক নারী অনলাইন ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে তৈরি হয়েছেন।’

এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা দীপিকা রানী সেন বলেন, ‘২০১৮ সাল থেকে এ পর্যন্ত বানারীপাড়া উপজেলায় ৫৫০ জন প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরে (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে অনেক সুবিধা বঞ্চিত অসহায় নারী প্রশিক্ষণ, ভাতা ও সনদপত্র পেয়ে অর্থনৈতিক ভাবে বেশ উপকৃত হয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত