শামিমুজ্জামান, খুলনা
খুলনায় বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। এ রোগে গত সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে খাদিজা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই নিয়ে এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন মারা গেল। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮৭ জন। বর্তমানে খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৯ জন।
জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর জন্য নেই আলাদা ওয়ার্ড। এতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। যে কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকছে অন্য রোগীরা। এদিকে স্থান সংকটে খুলনার হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় খুলনা মহানগরীর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই আলাদা ডেঙ্গু ওয়ার্ড। এতে বিভিন্ন ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীর চিকিৎসা। সব সময় মশারি ব্যবহারের কথা থাকলেও তা করছেন না রোগীরা। এতে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকছে অন্য রোগীর।
এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন আসলাম হোসেন বলেন, ‘আমার ভাইয়ের পাশেই রয়েছে ডেঙ্গু রোগী। কিন্তু সেই ডেঙ্গু রোগীর মশারি টানানোর নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। ভাইকে নিয়ে ঝুঁকিতে আছি।’ এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক উৎপল কুমার চন্দ্র বলেন, স্বাস্থ্যঝুঁকির বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের আরএমও সুহাষ রঞ্জন হালদার বলেন, ‘স্বাস্থ্যঝুঁকি থাকলেও কিছু করা সম্ভব হচ্ছে না। কেননা ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড করার মতো স্থান এ মুহূর্তে হাসপাতালে নেই।’
খুলনার সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, ‘ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ডে চিকিৎসা দিলে ভালো হয়। তাহলে অন্য রোগীদের আক্রান্ত হওয়ার শঙ্কা কম থাকে। কিন্তু হাসপাতালগুলোর সক্ষমতা না থাকায় আলাদা ওয়ার্ড করা সম্ভব হচ্ছে না।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. রবিউল হাসান বলেন, ‘ডেঙ্গু রোগীদের আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসা করাতে পারলে ভালো হতো। পূর্বে আলাদা ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হতো। এসব ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
খুলনায় বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। এ রোগে গত সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে খাদিজা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই নিয়ে এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন মারা গেল। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮৭ জন। বর্তমানে খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৯ জন।
জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর জন্য নেই আলাদা ওয়ার্ড। এতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। যে কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকছে অন্য রোগীরা। এদিকে স্থান সংকটে খুলনার হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় খুলনা মহানগরীর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই আলাদা ডেঙ্গু ওয়ার্ড। এতে বিভিন্ন ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীর চিকিৎসা। সব সময় মশারি ব্যবহারের কথা থাকলেও তা করছেন না রোগীরা। এতে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকছে অন্য রোগীর।
এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন আসলাম হোসেন বলেন, ‘আমার ভাইয়ের পাশেই রয়েছে ডেঙ্গু রোগী। কিন্তু সেই ডেঙ্গু রোগীর মশারি টানানোর নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। ভাইকে নিয়ে ঝুঁকিতে আছি।’ এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক উৎপল কুমার চন্দ্র বলেন, স্বাস্থ্যঝুঁকির বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের আরএমও সুহাষ রঞ্জন হালদার বলেন, ‘স্বাস্থ্যঝুঁকি থাকলেও কিছু করা সম্ভব হচ্ছে না। কেননা ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড করার মতো স্থান এ মুহূর্তে হাসপাতালে নেই।’
খুলনার সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, ‘ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ডে চিকিৎসা দিলে ভালো হয়। তাহলে অন্য রোগীদের আক্রান্ত হওয়ার শঙ্কা কম থাকে। কিন্তু হাসপাতালগুলোর সক্ষমতা না থাকায় আলাদা ওয়ার্ড করা সম্ভব হচ্ছে না।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. রবিউল হাসান বলেন, ‘ডেঙ্গু রোগীদের আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসা করাতে পারলে ভালো হতো। পূর্বে আলাদা ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হতো। এসব ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫