গত বছর ১৭ অক্টোবর বিয়ে করেছেন শরিফুল রাজ ও পরীমণি। বাবা-মা হতে চলেছেন, জানিয়েছেন সে খবরও। এরপর গত ২১ জানুয়ারি গায়েহলুদ শেষে ২২ জানুয়ারি কাছের মানুষদের নিয়ে আয়োজন করেন বিবাহোত্তর অনুষ্ঠানের। দুই দিন আগে একটি দাওয়াতপত্র চমকে দিল সবাইকে। দাওয়াতপত্রটি অভিনেতা শরিফুল রাজ আর পরীমণির বিয়ের অনুষ্ঠানের। যদিও পুরো দাওয়াতপত্র পাঠ শেষে ধারণা করা গেছে এটা ‘গুনিন’ সিনেমার প্রচারণারও অংশ। লেখা হয়েছে, ‘আসছে ৯ মার্চ রোজ বুধবার আমাদের গুনিন বাড়ির ছেলে রমিজের সঙ্গে মিয়া বাড়ির মেয়ে রাবেয়ার বিয়ে। সেই খুশিতে সেদিন আমরা চরকি প্রযোজিত, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত “গুনিন” দেখব। এই বিয়েতে আপনার দাওয়াত রইল।’ গুনিন সিনেমায় রাজ অভিনয় করেছেন রমিজ চরিত্রে আর পরীমণি রাবেয়া চরিত্রে।
দাওয়াতপত্র পেয়ে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমিও দাওয়াত পেয়েছি। আসুন না, অনুষ্ঠানেই কথা হবে, আলাপ হবে।’
তবে আরেকটু খোলাসা করে অভিনেতা শরিফুল রাজ বললেন, ‘বিয়েতে পরীর উকিল বাবা হয়েছেন রেদওয়ান রনি। সিনেমাটির প্রযোজনা সংস্থা চরকির সিইও তিনি। দুই জায়গা থেকেই এই আয়োজন হয়েছে। বিয়ের পর তো সাংবাদিক শুভানুধ্যায়ীদের সঙ্গে ওভাবে আলাপ হয়নি। এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে আবার দেখাও হলো।’
গতকাল ৯ মার্চ বিকেলে রাজধানীর অদূরে বাড়ির আদলে তৈরি একটি রেস্টুরেন্টে শুরু হয় আনুষ্ঠানিকতা। গুনিন বাড়ির বিয়ে। বাড়ির সামনে ইটের রাস্তা। পুরো বাড়িটাকে সাজানো হয় রঙিন কাগজে মুড়িয়ে। আছে ব্যান্ড পার্টি। গ্রামীণ বিয়ে যাকে বলে। টেবিলে টেবিলে শোভা ছড়াল হারিকেনের মৃদু আলো। পালকিতে চড়ে পরী এলেন বিয়েবাড়িতে। একদম বাঙালি বিয়ের অনুষ্ঠানে যা যা থাকে তার সবই রাখা হয়েছে এখানে। আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল কাচ্চি বিরিয়ানিসহ মুখরোচক নানা খাবারের আয়োজন।
পরী বলেন, ‘আসতে আসতেও ভাবিনি এমন একটা রিসেপশন হবে। পালকিতে ওঠার সময় রাজ আমার হাত ধরেছিল। মনে হচ্ছিল আমি সেই দিনটায় ফিরে গিয়েছি, যেদিন রমিজ-রাবেয়ার বিয়ে হয়েছিল সিনেমায়। পালকির জার্নিতে আমি ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিলাম।’
রাজ বলেন, ‘আকাশের পরী হাতের মুঠোয় থাকলে যেমন ফিল হয় তেমনটা হচ্ছে। আমরা এত সুন্দর সময় কাটাচ্ছি কখনো রমিজ-রাবেয়া হয়ে যাচ্ছি, কখনো রাজ-পরী হয়ে যাচ্ছি।’
স্টেজে গ্রামীণ পটভূমির নাচ হয়েছে। গুনিন সিনেমায় ব্যবহৃত ‘ঘোমটা তুলে বাঁধন তুলে’ গানের তালে নেচেছেন মেয়েরা। এ সময় ধীরলয়ে নাচে অংশ নিয়েছেন পরী-রাজও।
সিনেমার প্রিমিয়ার শো একটা কমন ট্রেন্ড। সাধারণত এই শো অনুষ্ঠিত হয় সিনেমা হলে নয়তো কোনো মিলনায়তনে। বিয়ের অনুষ্ঠানে সিনেমার প্রিমিয়ার, এমন অভিনব উদ্যোগটাই নিলেন রাজ-পরী ও চরকি। একদিকে পরীমণি ও শরিফুল রাজের বিবাহোত্তর সংবর্ধনা চলে, অন্যদিকে গুনিন সিনেমার প্রিমিয়ার শো। ১১ মার্চ সারা দেশের ২০টি হলে মুক্তি পাচ্ছে গুনিন।
গত বছর ১৭ অক্টোবর বিয়ে করেছেন শরিফুল রাজ ও পরীমণি। বাবা-মা হতে চলেছেন, জানিয়েছেন সে খবরও। এরপর গত ২১ জানুয়ারি গায়েহলুদ শেষে ২২ জানুয়ারি কাছের মানুষদের নিয়ে আয়োজন করেন বিবাহোত্তর অনুষ্ঠানের। দুই দিন আগে একটি দাওয়াতপত্র চমকে দিল সবাইকে। দাওয়াতপত্রটি অভিনেতা শরিফুল রাজ আর পরীমণির বিয়ের অনুষ্ঠানের। যদিও পুরো দাওয়াতপত্র পাঠ শেষে ধারণা করা গেছে এটা ‘গুনিন’ সিনেমার প্রচারণারও অংশ। লেখা হয়েছে, ‘আসছে ৯ মার্চ রোজ বুধবার আমাদের গুনিন বাড়ির ছেলে রমিজের সঙ্গে মিয়া বাড়ির মেয়ে রাবেয়ার বিয়ে। সেই খুশিতে সেদিন আমরা চরকি প্রযোজিত, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত “গুনিন” দেখব। এই বিয়েতে আপনার দাওয়াত রইল।’ গুনিন সিনেমায় রাজ অভিনয় করেছেন রমিজ চরিত্রে আর পরীমণি রাবেয়া চরিত্রে।
দাওয়াতপত্র পেয়ে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমিও দাওয়াত পেয়েছি। আসুন না, অনুষ্ঠানেই কথা হবে, আলাপ হবে।’
তবে আরেকটু খোলাসা করে অভিনেতা শরিফুল রাজ বললেন, ‘বিয়েতে পরীর উকিল বাবা হয়েছেন রেদওয়ান রনি। সিনেমাটির প্রযোজনা সংস্থা চরকির সিইও তিনি। দুই জায়গা থেকেই এই আয়োজন হয়েছে। বিয়ের পর তো সাংবাদিক শুভানুধ্যায়ীদের সঙ্গে ওভাবে আলাপ হয়নি। এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে আবার দেখাও হলো।’
গতকাল ৯ মার্চ বিকেলে রাজধানীর অদূরে বাড়ির আদলে তৈরি একটি রেস্টুরেন্টে শুরু হয় আনুষ্ঠানিকতা। গুনিন বাড়ির বিয়ে। বাড়ির সামনে ইটের রাস্তা। পুরো বাড়িটাকে সাজানো হয় রঙিন কাগজে মুড়িয়ে। আছে ব্যান্ড পার্টি। গ্রামীণ বিয়ে যাকে বলে। টেবিলে টেবিলে শোভা ছড়াল হারিকেনের মৃদু আলো। পালকিতে চড়ে পরী এলেন বিয়েবাড়িতে। একদম বাঙালি বিয়ের অনুষ্ঠানে যা যা থাকে তার সবই রাখা হয়েছে এখানে। আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল কাচ্চি বিরিয়ানিসহ মুখরোচক নানা খাবারের আয়োজন।
পরী বলেন, ‘আসতে আসতেও ভাবিনি এমন একটা রিসেপশন হবে। পালকিতে ওঠার সময় রাজ আমার হাত ধরেছিল। মনে হচ্ছিল আমি সেই দিনটায় ফিরে গিয়েছি, যেদিন রমিজ-রাবেয়ার বিয়ে হয়েছিল সিনেমায়। পালকির জার্নিতে আমি ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিলাম।’
রাজ বলেন, ‘আকাশের পরী হাতের মুঠোয় থাকলে যেমন ফিল হয় তেমনটা হচ্ছে। আমরা এত সুন্দর সময় কাটাচ্ছি কখনো রমিজ-রাবেয়া হয়ে যাচ্ছি, কখনো রাজ-পরী হয়ে যাচ্ছি।’
স্টেজে গ্রামীণ পটভূমির নাচ হয়েছে। গুনিন সিনেমায় ব্যবহৃত ‘ঘোমটা তুলে বাঁধন তুলে’ গানের তালে নেচেছেন মেয়েরা। এ সময় ধীরলয়ে নাচে অংশ নিয়েছেন পরী-রাজও।
সিনেমার প্রিমিয়ার শো একটা কমন ট্রেন্ড। সাধারণত এই শো অনুষ্ঠিত হয় সিনেমা হলে নয়তো কোনো মিলনায়তনে। বিয়ের অনুষ্ঠানে সিনেমার প্রিমিয়ার, এমন অভিনব উদ্যোগটাই নিলেন রাজ-পরী ও চরকি। একদিকে পরীমণি ও শরিফুল রাজের বিবাহোত্তর সংবর্ধনা চলে, অন্যদিকে গুনিন সিনেমার প্রিমিয়ার শো। ১১ মার্চ সারা দেশের ২০টি হলে মুক্তি পাচ্ছে গুনিন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫