Ajker Patrika

বিমানের অতিরিক্ত ভাড়া নিয়ে ২ মন্ত্রীর অসন্তোষ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১০: ২৯
বিমানের অতিরিক্ত ভাড়া নিয়ে ২ মন্ত্রীর অসন্তোষ

গত নভেম্বর মাসের শেষ দিক থেকে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের গন্তব্যগুলোতে বিমানভাড়া দুই থেকে আড়াই গুণ বেশি রাখছে এয়ারলাইনস সংস্থাগুলো। ফলে বেড়ে গেছে অভিবাসন ব্যয়। আর এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণমন্ত্রী। অভিযোগ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতিও।

আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও প্রবাসীদের সম্মাননা দিতে অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদসহ মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিমানের ভাড়া ৪০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখের বেশি হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা সহনীয় পর্যায়ে আনতে ইতিমধ্যে আমাদের বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছি। প্রধানমন্ত্রীকে বলেছি, এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য।’

বিমানভাড়া নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘আমরা বিমানভাড়া নিয়ে অনেক পদক্ষেপ নিয়েছি। অনেক পর্যায়ে কথা হয়েছে। দুই দিন আগেও বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আশা করি পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতা করলে আমরা হয়তো কিছু একটা সমাধান বের করতে পারব।’

বিমানের ভাড়া অনেক বেড়ে গেছে উল্লেখ করে বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম বলেন, ‘আমাদের কর্মীদের অনেক কষ্ট করতে হয়। আমরা ২৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেখছি। আমাদের কর্মীরা পুরো টাকা দেশে পাঠিয়ে দেয় পরিবার চালানোর জন্য। সেই জায়গায় ৬০ হাজার টাকার টিকিট ১ লাখের ওপরে হওয়া উচিত না।’

শ্রম সমঝোতা
আজ রোববার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম রপ্তানি নিয়ে সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। এ সমঝোতা সই করতে গতকাল রাতে কুয়ালালামপুর গেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। এর মাধ্যমে তিন বছর বন্ধ থাকার পর বাংলাদেশের অন্যতম শ্রমবাজারের দ্বার আবারও উন্মুক্ত হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত