Ajker Patrika

কয়রায় স্থগিত ১ ওয়ার্ডে ভোট ৩০ নভেম্বর

কয়রা প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ১৮
কয়রায় স্থগিত ১ ওয়ার্ডে ভোট ৩০ নভেম্বর

কয়রা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সদস্য পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা প্রচারে না থাকলেও বসে নেই সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থীরা। জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কয়রা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নির্বাচন গোলযোগের কারণে স্থগিত ঘোষণা করা হয়। যার কারণে গেজেট প্রকাশ না হওয়ায় শপথ নিতে পারেননি চেয়ারম্যানসহ অন্য ওয়ার্ডের নির্বাচিত সদস্যরা।

আগামী ৩০ নভেম্বর ৭ নং ওয়ার্ডের এ নির্বাচন হবে বলে সম্প্রতি নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে। গত ২০ সেপ্টেম্বর নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৮টি ওয়ার্ডে নৌকা প্রতীক নিয়ে এসএম বাহারুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ৬৮৭ ভোট। চশমা প্রতীক নিয়ে মো. রবিউল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫২৯ ভোট। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এসএম বাহারুল ইসলাম নিকটতম প্রার্থীর চেয়ে ৩ হাজার ১৫৮ ভোটে এগিয়ে আছেন।

অপরদিকে বন্ধ ঘোষিত ৭ নং ওয়ার্ডের ৪ নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট রয়েছে ৪ হাজার ৪৮৭ টি। এর মধ্যে ভোট কাস্ট হতে পারে ২ থেকে আড়াই হাজার। এ হিসেবে নৌকার বিজয় সুনিশ্চিত। যে কারণে চেয়ারম্যান নিয়ে মাথা ব্যথার কারণ না থাকলেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা করছেন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীরা। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এর মধ্যে বর্তমান ইউপি সদস্য এসএম লুৎফর রহমান তালা প্রতীক, মো. মোশারফ হোসেন আপেল প্রতীক, মো. জামাল হোসেন মোড়ল ফুটবল প্রতীক, আলহাজ্ব রুহুল আমিন টিউবওয়েল ও মো. আবু মুসা সানা মোরগ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। ইতিমধ্যে আবু মুসা সানা বর্তমান ইউপি সদস্যকে সমর্থন দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তবে দিন যতই গড়াচ্ছে আপেল ও তালা প্রতীকের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

এলাকা বাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম বাহারুল ইসলাম অনেক ভোটে এগিয়ে থাকার কারণে আগ্রহ না থাকলেও ইউপি সদস্যদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ৭ নং ওয়ার্ডের জনসাধারণের সঙ্গে কথা বললে তারা জানান, নির্বাচনে এসএম লুৎফর রহমানের তালা প্রতীকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে মো. মোশারফ হোসেনের আপেল প্রতীকের। এ ব্যাপারে অনেক ভোটে এগিয়ে থাকা নৌকা প্রতীকের প্রার্থী এসএম বাহারুল ইসলাম বলেন, উক্ত ওয়ার্ডে যে ভোট পড়বে তার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আমি বিজয়ী হব। উপজেলা নির্বাচন অফিসার মো. হযরত আলী বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত