Ajker Patrika

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ৪৫
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এসো ঐক্যবদ্ধ হই গণতন্ত্র, শান্তি আর অধিকার প্রতিষ্ঠার জন্য’। এই প্রতিপাদ্যে গত রোববার বিকেলে জেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়।রোববার বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের আমতলা মোড়ের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে যুবসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও খুলনা বিভাগীয় টিম প্রধান আলী আকবর চুন্নু।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহসাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, মো. নুরুজ্জামান লিটন, সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সদস্য তাজকিন আহমেদ চিশতী, বিএনপির খুলনা বিভাগীয় সহসভাপতি মাহবুব হাসান পিয়ারু, জেলা মহিলা দলের সদস্যসচিব ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

সমাবেশে আলী আকবর চুন্নু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ যুবদল রাজপথে থাকবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নিয়মতান্ত্রিকভাবে বিএনপি সরকার গঠন করবে। এ সময় জেলা বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবিতে আন্দোলন-সংগ্রামের আহ্বান জানান তিনি।

এর আগে বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা শোভাযাত্রা নিয়ে সমাবেশে উপস্থিত হন। সমাবেশ শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি যুব শোভাযাত্রা বের হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...